
Advertisement
জুমবাংলা ডেস্ক: কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার আজ এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৯ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর। এই আসনের উপনির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম-এ অনুষ্ঠিত হবে বলেও সচিব জানান।
গত ৩০ জুলাই কুমিল্লা-৭ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।