Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাডু রাজ্যে দলে বেঁধে ঘুরে বেড়ানোর সময় একটি হাতি কুয়ার ভেতরে পড়ে যায়। একজন কৃষক হাতিটির কান্না শুনতে পেয়ে উদ্ধারকারীদের জানান।
উদ্ধারকারীরা এসে ১৬.৭ মিটার গভীর কুয়া থেকে পানি বের করে আনার পর ২৫ বছর বয়সী হাতিটিকে ঘুম পাড়িয়ে দেয় এবং বেঁধে ফেলে। ১৪ ঘণ্টা ধরে হাতিটি উদ্ধার তৎপরতা চলে। রাত নামার পর ক্রেন দিয়ে ঘুমন্ত হাতিটিকে উপরে তোলা হয়।
সেখানে উপস্থিত উদ্ধার কর্মকর্তারা বলছেন, কুয়ার ভেতরে পড়ে যাওয়ার আগে হাতিটি কয়েকদিন ধরে আরও দুটো হাতির সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। হাতিটিকে পার্শ্ববর্তী হসুর বনাঞ্চলে ছেড়ে দেয়া হয়েছে। সূত্র : বিবিসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।