জুমবাংলা ডেস্ক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ও উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নেতাকর্মীরা।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চে এ কর্মসূচি শুরু করেন তারা।
এ সময় ১ দফা দাবি, কুয়েট উপাচার্যের পদত্যাগ চাই, কুয়েট তোমার ভয় নাই, মাসুদ তুই স্বৈরাচার এই মূহুর্তে গদি ছাড়, কুয়েট তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাইসহ বিভিন্ন প্লাকার্ড নিয়ে অবস্থান করতে দেখা যায় অনশনকারী শিক্ষার্থীদের।
কর্মসূচির বিষয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কুয়েটের পাশে আছে। কুয়েটের শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে আমরা আমরণ অনশনে বসেছি। জুলাই আন্দোলন শিক্ষার্থীদেরকে যেভাবে একসাথে বেঁধেছে এই বন্ধনের দৃঢ়তা আমরা দেখিয়ে দিব।
তিনি আরও বলেন, বিকাল ৩টার মধ্যে উপাচার্য মাসুদকে অপসারণ না করা হলে অনশনস্থল পরিবর্তন করে আমরা মহাসড়কে অবস্থান গ্রহণ করবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।