জুমবাংলা ডেস্ক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসিকে অপসারণ করায় আনন্দ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। তবে এ মিছিলে বহিরাগতরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
কুয়েটের শিক্ষার্থী নাজমুল হুদা জানান, বিজয় মিছিলে যোগ দিতে এসে স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হন কুয়েটের এক শিক্ষার্থী।
তাকে আটকে রেখে নির্যাতন করা হয়। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে। রাত আড়াইটার দিকে ক্যাম্পাসের মেইন গেইটে এ ঘটনা ঘটে বলেও তিনি অভিযোগ করেন।
এর আগে, টানা ৫৮ ঘণ্টার একদফা দাবিতে অনশনরত শিক্ষার্থীরা উপাচার্য ও প্রো-ভিসির পদত্যাগ ঘোষণার পর অনশন প্রত্যাহার করেন এবং বিজয় মিছিল বের করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, এই হামলাকারীরা গত ১৮ ফেব্রুয়ারির সশস্ত্র হামলায়ও জড়িত ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।