আন্তর্জাতিক ডেস্ক : আঙুলের ছাপ নিয়ে জালিয়াতি করার অপরাধে দুইজনকে গ্রেপ্তার করেছে ভারতের তেলেঙ্গানা রাজ্য পুলিশ। পুলিশ জানিয়েছে, এই দুই ব্যক্তি কুয়েত থেকে বিতাড়িত হওয়া দুই প্রবাসীর আঙুলের ছাপ অস্ত্রোপচারের মাধ্যমে পরিবর্তন করে আবারও সে দেশে পাঠাতে কাজ করছিলেন।
সোমবার (২৯ আগস্ট) মালকাজগিরি অঞ্চলের বিশেষ অভিযান পরিচালনাকারী দল এবং ঘাটকেসার পুলিশ যৌথভাবে এক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার দুইজন রাজস্থান ও কেরালায় অন্তত ১১টি অস্ত্রোপচার করেছেন। আঙুলের ছাপ পরিবর্তনের জন্য করা এই অস্ত্রোপচারের জন্য তারা জনপ্রতি ২৫ হাজার টাকা করে নিয়েছেন।
পুলিশ জানিয়েছে, অস্ত্রোপচার করে নিজেদের আঙুলের ছাপ পরিবর্তন করিয়েছেন- এমন দুইজনকে তারা গ্রেপ্তার করেছে। কুয়েত থেকে বিতাড়িত হওয়ার পর আবার কুয়েত যাওয়ার চেষ্টা করে তারা। তাই নিজদের আঙুলের ছাপ পরিবর্তনের চেষ্টা করেন।
পুলিশ অস্ত্রোপচারে ব্যাবহার করা চিকিৎসা উপকরণ এবং আরও বেশ কিছু আলামত জব্দ করেছে
গ্রেপ্তার দুই ব্যক্তি হচ্ছেন- ওয়াইএসআর কাডাপা জেলার কৃষ্ণ ডায়াগনস্টিকস-এ রেডিওলজিস্ট ও এক্স-রে টেকনিশিয়ান গাজ্জালা কন্ডুগারি নাগা মুনেশ্বর রেড্ডি। তার বয়স ৩৬ বছর। আর ৩৯ বছর বয়সী সাগাবালা ভেঙ্কাত রামানা তিরুপাথির ডিবিআর হাসপাতালের অ্যানেসথেশিয়াবিষয়ক টেকনিশিয়ান।
পুলিশ বলছে, অস্ত্রোপচার আঙুলের ছাপ পরিবর্তনের জন্য আঙুলের ওপরের দিকের অংশ কেটে টিস্যুর অংশবিশেষ সরিয়ে তাতে আবার সেলাই দেওয়া হয়। ক্ষত সেরে যেতে এক-দুই মাস সময় লাগে। তারপর আঙুলের ছাপের ধরন বদলাতে এক বছরের মতো সময় লাগে।
আঙুলের ছাপ পরিবর্তনের পর তারা ভারতের পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা (আধার)-এর আওতায় পরিবর্তিত ছাপটি হালনাগাদ করে নেন। সঙ্গে নতুন ঠিকানাও যুক্ত করে নেন। এরপর কুয়েতের জন্য নতুন ভিসার আবেদন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।