জুমবাংলা ডেস্ক : সপ্তাহ দুই পরেই ঈদুল আজহা। তাই পশুর হাটের জন্য প্রস্তুতি নিচ্ছেন খামারিরা। এরই মধ্যে ঢাকার মোহাম্মদপুরের খামারিরা গরু ছাগলের বিশাল সংগ্রহ নিয়ে প্রস্তুতি নিয়েছেন। সাদিক এগ্রো তাদের বস, টাইটানিক, মেসির মতো দেশসেরা ষাঁড় এনে চমক সৃষ্টি করেছে। এছাড়া এই খামারে আছে আরও ১৫শ বিভিন্ন জাতের গরু।
প্রতিদিন উৎসুক মানুষ ভির করছেন টাইটানিক, বস ও মেসিকে দেখতে। বিশাল দেহী এসব গরুর সঙ্গে অনেকে ছবি তুলছেন। মোহম্মদপুরের ওই এলাকায় গিয়ে দেখা গেছে, নজরকাড়া আরও অনেক বিশাল আকৃতির গরু আনা হয়েছে। বাদামি রঙের মেসির এ গরুর উচ্চতা ৬ ফুট, লম্বায় ৮ ফুট। বয়স সাড়ে তিন বছর। ওজন ১ হাজার ২০০ কেজি।গরুটি ব্রাহমা জাতের। এর দাম হাঁকা হচ্ছে ৩৫ লাখ টাকা। একই জাতের আরেকটি গরুর নাম বস। বসের বয়স চার বছর, ধূসর রঙের গরুটির ওজন ১ হাজার ৪শ কেজির মতো। যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে এই বিশাল গরু। দাম চাওয়া হয়েছিল ৪৫ লাখ টাকা।অস্ট্রেলিয়ান জাতের টাইটানিকের এর উচ্চতা ৭ ফুট। লম্বায় ১০ ফুটের মতো হবে। ওজন ১ হাজার ৫০০ কেজির কিছু বেশি।দাম চাওয়া হচ্ছে ৩৭ লাখ টাকা।
সাদিক এগ্রোর মালিক মো. ইমরান হোসাইন বলেন, এবারের কোরবানির ঈদ উপলক্ষে আশপাশে অনেক খামারে প্রচুর গরু রাখা হয়েছে।গত বারের চেয়ে এবার গরুর সংগ্রহ বেশি। বিশাল আকৃতির বিভিন্ন জাতের গরু নিয়ে এবার কোরবানির বাজার ক্রেতাদের আকর্ষণ করতে চাচ্ছে।
শামিয়ানা টানিয়ে রাখা হচ্ছে এসব খামারে। পশুর বেচাকেনাও হচ্ছে বলে জানিয়েছেন খামারিরা।ইমরান হোসাইন জানান, ঢাকা ও ঢাকার বাইরের জেলা থেকে ক্রেতারা আসছেন।
ক্রেতারা এসে গরু দেখছেন। অনেকে পছন্দ ও দামে মিললে কিছু টাকা দিয়ে ‘বুকিং’ করে যাচ্ছেন। ঈদের আগে গ্রাহকের বাড়ি গরুগুলো পৌঁছে দেয়া হবে। এছাড়া অনলাইনেও অনেকে অর্ডার করছেন।
তিনি বলেন, ভারতের বিভিন্ন জাত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রাহমা, ভুট্টিসহ অনেক জাতের গরু তার রয়েছে। অনেকেই মনে করেন ভুট্টি ভুটানের গরু, আসলে তা ঠিক না। ভুট্টি দেশীয় একটি জাত। তবে দাম একটি বেশি ও মাংস খেতে খুবই সুস্বাদু।শুধু গরু নয় এখানে মিলছে দেশি-বিদেশি নানা জাতের ছাগল। মধ্যপ্রাচ্য থেকে আনা হয়েছে দুম্বা ও উট। সূত্র : আমাদের সময়

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।