কুষ্টিয়া মডেল থানা পুলিশ বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও কুষ্টিয়ার শীর্ষ চাল ব্যবসায়ী আবদুর রশিদকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে আটক করা হয়। আবদুর রশিদের বিরুদ্ধে প্রতারণার একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অন্তত ১৯টি প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
পুলিশ জানায়, আকিজ অ্যাসেন্সিয়াল লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার তোফায়েল হোসেন আবদুর রশিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করে পাওনা টাকা ফেরত চাওয়ায় পাওনাদারকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আকিজ গ্রুপের সঙ্গে ব্যবসায়িক লেনদেনে অংশ নিয়ে আবদুর রশিদ প্রায় ৫৩ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশারফ হোসেন জানান, রাত হয়ে যাওয়ায় আবদুর রশিদকে থানা হাজতে রাখা হয়েছে এবং বুধবার সকালে তাকে আদালতে তোলা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।