
জুমবাংলা ডেস্ক: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় ট্রলিতে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন। খবর ইউএনবি’র।
Advertisement
মঙ্গলবার সকালে উপজেলার কুর্শা ইউনিয়নর কাটদহচর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ছাতিয়ান ইউনিয়নের বশিনগর গ্রামের আজগর আলীর ছেলে কাওছার (৩৫) ও একই গ্রামের মহিবুল (৪০)।
স্থানীয়রা জানান, খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ আন্তঃনগর ট্রেনটি কাটদহচর রেল ক্রসিং অতিক্রমের সময় একটি ট্রলি লাইন পার হতে যায়। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রলি থেকে ছিটকে পড়ে কাওছার ও মহিবুল নিহত হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

