কুড়িগ্রাম প্রতিনিধি: অনুমোদন ছাড়া ইটভাটা প্রস্তুত ও ইট তৈরি করার অপরাধে কুড়িগ্রামে এক ইটভাটা মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা এবং দুই মাসের কারাদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুদীপ্ত কুমার সিংহ এই আদেশ দেন। এম এইচ বি ব্রিক ভাটা মালিক আব্দুর রবকে (গণি) এই কারাদণ্ড ও জরিমানা করা হয়।
সুদীপ্ত কুমার সিংহ জানান, কোনও ধরনের পূর্বানুমতি ছাড়া জেলা সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর এলাকায় এম এইচ বি ব্রিক নামে একটি ইটভাটায় ইট তৈরির কার্যক্রম চালিয়ে আসছিলেন ভাটা মালিক গণি। এ সময় ভাটা অনুমোদনের কাগজপত্র দেখতে ব্যর্থ হওয়ায় তাকে দুই মাসের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কুড়িগ্রামের ৯ উপজেলায় নীতিমালা ভঙ করে ইটভাটা প্রস্তুত ও ইট পোড়ানোয় কৃষি জমি ও পরিবেশ হুমকির মুখে পড়ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।