Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চর রাজীবপুরে আল-আমিন নামে আড়াই বছরের এক শিশু বন্যার পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শিবেরডাঙ্গি এলাকায় এই ঘটনাটি ঘটে। সে শিবেরডাঙ্গি বাজারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িতে পানি ওঠায় শিশুটি নানীর সাথে সড়কের মধ্যে অবস্থান করছিল। এক সময় সবার অজান্তে খেলতে খেলতে পানিতে পরে যায় আল-আমিন। পরে তাকে চর রাজীবপুর হাসপাতালে নেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চর রাজীবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: দেলোয়ার হোসেন জানান, শিশুটিকে মৃত অবস্থায়
হাসপাতালে আনা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।