
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ‘মুজিববর্ষ সড়ক’ এবং ৪ হাজার ২০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ভূরুঙ্গামারীর বিজয় স্তম্ভ সড়ক থেকে সোনাহাট জিরো পয়েন্ট পর্যন্ত সড়কটিকে মুজিব বর্ষ সড়ক নামকরণ এবং সড়কের দু’ধারে ২ হাজার ২০টি গাছের চারা রোপনের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম।
অপর দিকে সোমবার বিকালে ফুলবাড়ী উপজেলার শেখ হাসিনা ধরলার সেতুর পশ্চিম পাড়ে সড়কটিকে মুজিব বর্ষ সড়ক নামকরণ এবং সড়কের দুই পাশে ২ হাজার ২০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের উদ্ধোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধূরী, গোলাম রব্বনী সরকার, উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, মোছঃ মাছুমা আরেফিন, এএসপি শওক্ত আলী ,ওসি ইমতিয়াজ কবির, খন্দকার ফুয়াদ রুহানী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সিরাজ প্রমুখ।
এ সময় স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


