কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আরও দুইজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে রোগীর সংখ্যা দাঁড়াল সাত জনে।
আজ বুধবার (৩১ জুলাই) সকালে কুড়িগ্রাম শহরের পুরাতন হাসপাতাল পাড়ার শফিকুল ইসলাম দুদুর মেয়ে বিনিতা (২১) এবং মঙ্গলবার গভীর রাতে পৌরসভার কৃঞ্চপুর মিয়াপাড়ার আমজাদের পূত্র শামিম (১৮) ভর্তি হয়েছে। এরা সবাই ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসে ভর্তি হন।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান সরদার জুমবাংলাকে জানান, গত ৪ দিনে আরিফুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, আলী আহমেদ, আমিনুল ইসলাম ও খাইরুল ইসলাম নামে পাঁচজন রোগী ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসে হাসপাতালে ভর্তি হন। এছাড়াও বিনিতা ও শামিম নামে আরও দুজন ভর্তি হয়েছেন। তাদের হাসপাতালের কার্ডিয়াক মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু মো. জাকিরুল ইসলাম জুমবাংলাকে জানান, এখন পর্যন্ত ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তারা সবাই ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসেছেন। এরমধ্যে ৩ জন রোগী উন্নত চিকিৎসার জন্য চলে গেছেন।
কুড়িগ্রাম সিভিল সার্জন ডা.এস এম আমিনুল ইসলাম জুমবাংলাকে জানান, বুধবার রাতে জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন হাসপতালে এসে ডেঙ্গু রোগীদের খোঁজ-খবর নেন। আতংকিত হওয়ার মতো কিছু নেই। স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।