আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারির কারণে দেশে ছুটিতে থাকা বাংলাদেশিদের জন্য খুশির সংবাদ দিয়েছে কুয়েত। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত অনলাইনে আকামা নবায়নের সুযোগ দেবে দেশটির সরকার। কুয়েতের মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের বরাত দিয়ে সোমবার স্থানীয় গণমাধ্যম আরব টাইমস এ খবর জানিয়েছে।
কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যে সকল অভিবাসীরা দেশে অবস্থান করছেন, তারা আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত অন লাইনে আকামা নবায়নের সুযোগ পাবেন।। এতে স্বস্থির নিঃশ্বাস ফেলছেন দেশে ছুটিতে থাকা অভিবাসীরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, করোনা ভাইরাসের কারণে ৬ মাস বা তার বেশি সময় ধরে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য আকামা নবায়নের সিদ্ধান্ত বাতিল হয়নি। বৈধ আকামা থাকাবস্থায় সেটি অন লাইনের মাধ্যমে নবায়নের ব্যবস্থা রাখা হয়েছে।। এতে দেশে ছুটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা কুয়েত সরকারের এ সিদ্ধান্তের প্রশংসা করেছেন।
কুয়েতের আকামা বিষয়ক কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসীরা ৬ মাসের বেশি দেশে থাকতে পারেন, যদি তাদের আকামার বৈধতা থাকে এবং যখনই সম্ভব কোনো সমস্যা ছাড়াই তারা কুয়েত ফিরতে পারবেন। সূত্র আরও জানায়, এই সুযোগ ২২ সেপ্টেম্বরের পর আর কার্যকরী হবে না। এর মধ্যেই তাদের অনলাইনে আকামা নবায়ন করতে হবে।।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।