Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় ‘জরুরি আলোচনার’ জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। সাজাপ্রাপ্ত ক্রেমলিন সমালোচক আলেক্সি নাভালনির সমর্থনে বিভিন্ন বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে ইউরোপের তিনটি দেশের কূটনীতিককে মস্কো বহিস্কার করার পর বার্লিন এ রাষ্ট্রদূতকে ডেকে পাঠালো। খবর এএফপি’র।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘পররাষ্ট্রমন্ত্রী মিগুয়েল বার্জার জরুরি আলোচনার জন্য এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে জার্মানির অবস্থান সুস্পষ্ট করতে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটির রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছেন।’ রাশিয়ার বহিস্কৃত কূটনীতিকদের একজন হচ্ছেন জার্মানির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।