Advertisement
বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড় সংক্রান্ত চুক্তি সই হয়েছে। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বখতিয়র সাইদভের মধ্যে বৈঠকে চুক্তিটি সই হয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বৈঠকে উজবেকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি, বাংলাদেশ থেকে আধাদক্ষ ও দক্ষ জনশক্তি রফতানি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং যোগাযোগের ক্ষেত্র আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া দুই দেশের মধ্যে বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।