বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মানব শিক্ষকের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শ্রেণিতে পড়ানো শুরু করতে চলেছে যুক্তরাজ্যের লন্ডন শহরে ডেভিড গেম কলেজে।
চলতি মাসেই ২০ জন জিসিএসই (বাংলাদেশে এইচএসসি সমমান সার্টিফিকেট) শিক্ষার্থীর জন্য নতুন শিক্ষকবিহীন এ কোর্স চালু করছে লন্ডনের বেসরকারি স্কুল ডেভিড গেইম কলেজ।
এটি যুক্তরাজ্যের প্রথম শ্রেণিকক্ষ হতে চলেছে যেখানে ২০ জন শিক্ষার্থীকে মানব শিক্ষকের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই দ্বারা শেখানো হবে।
বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার, সঙ্গে থাকছে দৈনিক ভাতা
ডেভিড গেম কলেজের সহ-অধ্যক্ষ জন ডাল্টন বলেন, প্রতিটি শিক্ষার্থীর শক্তি এবং দুর্বলতাগুলি যাচাই করে সেই অনুযায়ী তাদের পাঠদান করাবে এই বিশেষ এআই। মূলত বিজ্ঞান, গণিত, ইংরেজি, কম্পিউটার বিজ্ঞান এবং ভূগোল বিষয়ে শিক্ষার্থীদের আরো মনোযোগী করে গড়ে তুলতে এই উদ্যোগ নেয় কলেজটি। তবে শিক্ষকরা বলছেন, শিক্ষকদের সরিয়ে দিলে দীর্ঘমেয়াদে শিক্ষার্থীদের ক্ষতি হবে।
এ ক্লাসে শিক্ষার্থীরা তাদের কম্পিউটার, ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম ব্যবহার করে শিখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।