তুরস্কের অর্থায়নে দেশে হোম এপ্লায়েন্স প্লান্ট চালু হয়েছে। এতে খরচ হয়েছে ৭৮ মিলিয়ন ডলার। বেকো হচ্ছে হচ্ছে তুরস্ক ভিত্তিক একটি প্রতিষ্ঠান। তারা নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এ প্লান্ট চালু করে। তাদের সহযোগিতায় প্লান্টটি চালু করে সিঙ্গার বাংলাদেশ।
প্রযুক্তিভিত্তিক এ কারখানাটি বেশ অত্যাধুনিক এবং এখানে ফ্রিজ, এসি, টিভি ও নানা সামগ্রী তৈরি হবে। পণ্য তৈরি করার পর তা বিদেশে রপ্তানি করা হবে বলে জানিয়েছেন তারা। যুগের সাথে তাল মিলিয়ে পরিবেশকে উদ্ভাবনে কাজ করেছে বেকো। তার অংশ হিসেবে তারা বিশাল এলাকা জুড়ে এ ফ্লাক্সিপ প্ল্যান্টের যাত্রা শুরু করলো।
বৃহস্পতিবার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের উপস্থিতিতে উদ্ভোধন করা হয় কারখানাটি। ৪ হাজার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি এই কারখানায় ব্যবহৃত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়।
তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বলেন, ‘এই ধরণের যৌথ বিনিয়োগ তুরস্ক ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক মজবুত করছে। এতে সমর্থন ও সহযোগিতার জন্য আমি বিডা ও বেজাকে ধন্যবাদ জানাই।’ এসময় বড় বড় বিদেশি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান বেজার নির্বাহী চেয়ারম্যান।
বাংলাদেশের অর্থনীতিতে এটি বিপুল সম্ভাবনা বয়ে নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া বাংলাদেশের বেকার সমস্যা এবং কর্মসংস্থান সৃষ্টিতে এ প্লান্ট কাজে আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।