বিজ্ঞাপন ও প্রযুক্তি ডেস্ক : নতুন মডেলের সারফেস কম্পিউটার ও ল্যাপটপ আনার পাশাপাশি নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধার চ্যাটবট ‘কোপাইলট’-এ নতুন সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে মাইক্রাসফট। গত বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত সারফেস ইভেন্টে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। বিশেষ এ আয়োজনের উল্লেখযোগ্য দিকগুলো জেনে নেওয়া যাক। খবর ম্যাশেবল
কোপাইলটে নতুন সুবিধা
মাইক্রোসফটের এআই চ্যাটবট কোপাইলটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরির পাশাপাশি এক্সেলে বিভিন্ন টেবিল তৈরি করা যায়। শুধু তা-ই নয়, ছবি তৈরির পাশাপাশি লিখিত প্রম্পটের মাধ্যমে আউটলুকে আসা ই-মেইলের উত্তর লেখাসহ বৈঠকের আলোচনার বিষয়বস্তুর সারাংশ তৈরি করা সম্ভব। এবার কোপাইলট ব্যবহার করে কম্পিউটারের ওয়ালপেপার পরিবর্তন, ব্যাটারি সেভার মোড চালুসহ ড্রাইভের জায়গা খালি করার নির্দেশনাও দেওয়া যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট। পাশাপাশি ব্যবহারকারী যদি কোনো বৈঠকে অনুপস্থিত থাকেন, তবে সেই বৈঠকের সারাংশ লিখে দেবে কোপাইলট। এমনকি কর্মীদের কাজের ধরন পর্যালোচনা করে কম্পিউটারের কার্যক্ষমতাও তুলে ধরবে কোপাইলট।
সারফেস প্রো ১০ ও সারফেস ল্যাপটপ ৬
অনুষ্ঠানে ‘সারফেস প্রো ১০’ কম্পিউটার এবং ‘সারফেস ল্যাপটপ ৬’ মডেলের ল্যাপটপ প্রদর্শন করেছে মাইক্রোসফট। দুটি যন্ত্রেই সরাসরি কোপাইলট চালুর জন্য কি–বোর্ডে নতুন ‘কি’ যুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে নিউরাল প্রসেসিং ইউনিট বা এনপিইউ এআই ব্যবহারের মাধ্যমে যন্ত্র দুটিতে কাজ করার বিভিন্ন পদ্ধতিও দেখানো হয়। মাইক্রোসফটের তথ্যমতে, আগের সংস্করণের তুলনায় নতুন সারফেস কম্পিউটার ও ল্যাপটপ দ্রুতগতিতে এআইভিত্তিক বিভিন্ন কাজ করতে সক্ষম। ফলে দ্রুত কাজ করা যাবে।
গুগলের এআই প্রযুক্তি: বন্যার সাতদিন আগেই পাওয়া যাবে পূর্বাভাস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।