নাটোর প্রতিনিধি: নাটোরের চলনবিলে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বোরো ধানকাটা শ্রমিকদের উদ্বুদ্ধ করতে তাদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
দুপুরে গুরুদাসপুর উপজেলার বিভিন্ন বোরো জমিতে কর্মরত ৫০০ জন শ্রমিকের মধ্যে এসব শুকনো খাবার বিতরণ করা হয়।
শুকনো খাবারের মধ্যে ছিল, এক প্যাকেট করে মুড়ি, স্যালাইন, বিস্কুট, বিশুদ্ধ খাবার পানি ইত্যাদি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল করিম ও স্বেচ্ছাসেবক মিজানুর রহমান।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন জানান, প্রতিটি কৃষককে স্বাস্থ্য পরীক্ষার পর মনোনীত করা হয়েছে। তাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী ও খাবারসামগ্রীসহ সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেই তাদের মাঠে পাঠানো হয়েছে। প্রতিটি কৃষক যেন নির্বিঘ্নে কাজ করতে পারে তার জন্য প্রস্তুত রাখা হয়েছে বাসস্থান ও স্বেচ্ছাসেবক টিম। তারপরও রাখা হয়েছে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের। প্রস্তুত রাখা হয়েছে তিনটি কমিউনিটি ক্লিনিক। যেকোন মুহূর্তে যেকোন সময় কৃষকরা সেখান থেকে তাদের ওষুধ সংগ্রহ করতে পারবে এবং নিজেদের সমস্যা ডাক্তারের সাথে পরামর্শ করে সমাধান করতে পারবে।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, খাদ্যবান্ধব সরকার সবসময় কৃষি ও কৃষকদের কথা চিন্তা করে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন সবসময় তাদের খোঁজ-খবর রাখতে। কোনভাবেই যেন কৃষকরা সমস্যায় না পড়ে। বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ রোধ করে ধান কেটে ঘরে তুলতে হবে। সেজন্য প্রশাসন যেন তাদের সাথে সহযোগিতা করে। যেকোনও প্রয়োজনে তাদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এরই অংশ হিসেবে প্রশাসন মাঠে কর্মরত শ্রমিকদের উদ্বুদ্ধ করে চলেছে।
জেলায় চলতি বোরো মৌসুমে ৫৭ হাজার ৭০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদী জমি থেকে বাম্পার ফলন আশা করছে কৃষি বিভাগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।