জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ কৃষক লীগের ১০ম জাতীয় সম্মেলন আজ। সাত বছর পর অনুষ্ঠেয় এই সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। নেতা-কর্মীরা ভাবছেন, স্বচ্ছ ভাবমূর্তির নেতাদেরই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে নির্বাচন করা হবে।
সকাল ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন।
প্রথম অধিবেশনে জাতীয় নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
কৃষক লীগের সম্মেলনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও আওয়ামী লীগের সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সম্মেলন শুরু হতে যাচ্ছে। ২৩ নভেম্বর যুবলীগের কংগ্রেসের মধ্য দিয়ে শেষ হবে আওয়ামী লীগের সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সম্মেলন। এরপরে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন।
কৃষক লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার বিটু গতকাল গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে কৃষক লীগ। এ সম্মেলনে সাত হাজার কাউন্সিলর ও ৯ হাজার ডেলিগেট যোগ দেবেন। থাকবেন দু’জন বিদেশি অতিথিও। সম্মেলনের লক্ষ্যে গঠনতন্ত্র সংশোধনের খসড়াও চূড়ান্ত করা হয়েছে। বিশিষ্ট ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয়েছে। সম্মেলন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
তিনি বলেন, কৃষক লীগের এবারের সম্মেলন মঞ্চ প্রস্তুত করা হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্য ধারণ করে কৃষকের কাচারি ঘরের আদলে। ইতোমধ্যেই মঞ্চটি নজর কেড়েছে নেতা-কর্মীদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দফায় দফায় পরিদর্শন করে মঞ্চ তৈরির কাজে সরাসারি নির্দেশনা দিয়েছেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel