মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কাটিগ্রাম এলাকায় ইটভাটার পাশের কৃষিজমি থেকে মাটি কেটে পুকুর তৈরি করায় বিপদে পড়েছেন স্থানীয় কৃষক মোঃ ছোটন।
জানা গেছে, উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কাটিগ্রাম এলাকার মালুটিয়া মৌজায় প্রায় তিন বিঘা কৃষিজমি রয়েছে কৃষক মোঃ ছোটনের। তার জমির আশপাশের অনেক কৃষিজমির মাটি কিনে ভেকু দিয়ে মাটি কেটে কোনরকম পাড় তৈররি না করেই পুকুর তৈরি করেছে পাশের মেসার্স এফবিসি ব্রিকসের (ইটভাটার) মালিক রফিকুল ইসলাম (নফু)। কৃষক মোঃ ছোটনের জমির পাশের জমিতে পাড় না বেধে ভেকু দিয়ে খাড়াভাবে মাটি কেটে পুকুর তৈরির ফলে মোঃ ছোটনের জমিও ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। কৃষিজমি থেকে মাটি কেটে পুকুর তৈরি করায় এভাবেই ক্ষতিগ্রস্থ হয়েছে ছোটনের মত আরো অনেক কৃষক।
এলাকাবাসী জানায়, বিভিন্ন কৃষককে নানা ধরনের প্রলোভন দেখিয়ে কৃষিজমির মাটি বিক্রি করতে বাধ্য করেন মেসার্স এফবিসি ব্রিকসের মালিক রফিকুল ইসলাম। কেউ জমির মাটি বিক্রি করতে না চাইলে বিভিন্ন কৌশল করে আশপাশের জমির মাটি কিনে এমনভাবে কেটে নেয় যাতে পাশের জমির মাটি ভেঙ্গে পড়ে। এতে পাশের জমির মালিক ক্ষতি থেকে রক্ষা পেতে বাধ্য হয়ে কৃষিজমির মাটি বিক্রি করে দেয়।
ক্ষতিগ্রস্থ কৃষক মোঃ ছোটন জানান, আমার জমির পাশের জমি থেকে মাটি কিনে পুকুর তৈরি করেছে মেসার্স এফবিসি ব্রিকসের মালিক মালিক রফিকুল ইসলাম (নফু)। সে এমনভাবে মাটি কেটে নিয়েছে যে আমার জমির মাটি ভেঙ্গে কেটে নেওয়া জমিতে চলে যাচ্ছে। আমি তাকে তাকে পাড় বেধে মাঝখানে জায়গা রেখে মাটি কাটতে অনুরোধ করেছিলাম। কিন্ত সে আমার অনুরোধ রাখেনি। ফলে আমার জমির মাটি ভেঙ্গে পড়ছে। আমি এর বিচার চাই ও ক্ষতিপূরণের দাবি জানাই।
এ ব্যাপারে মেসার্স এফবিসি ব্রিকসের মালিক রফিকুল ইসলামের (নফু) বলেন, আমি বিষয়টি নিয়ে অবগত নেই। তবে আমার ইটভাটার কারণে কেউ ক্ষতিগ্রস্ত হোক সেটা আমি চাইনা। কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার বিষয়টা আমি দেখবো।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তাছলিমা শিরিন বলেন, কৃষিজমি থেকে কারো মাটি কাটার সুযোগ নেই। কেউ মাটি কাটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর কৃষিজমিতে মাটি কাটার ফলে কেউ ক্ষতিগ্রস্থ হলে সে থানায় মামলা করতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


