অর্থনীতি ডেস্ক : প্রক্রিয়াজাত কৃষিপণ্য রফতানি করে চলতি অর্থবছর ১.০ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা আয় করতে চলেছে বাংলাদেশ। সম্প্রতি বৈদেশিক সাহায্য প্রদানকারী মার্কিন সংস্থা ইউ. এস. এইড’র একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংস্থাটি বলছে, এ খাতের প্রকৃত সম্ভাবনাগুলো অনুসন্ধান করতে সরকারের কাছ থেকে যথাযথ নীতিগত সহায়তার প্রয়োজনীয়তা রয়েছে। এ খাতটিতে বর্তমানে ৩ লাখ মানুষ কাজ করছে। এর মধ্যে ২২ দশমিক ৮৬ শতাংশ নারী।
এ খাত থেকে ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশের রফতানি আয়ের পরিমাণ ৬৩৫ মিলিয়ন ডলার। যা গত পাঁচ বছরের গড়ে ৪৪ শতাংশেরও বেশি বেড়েছে।
বিশেষজ্ঞরা এই খাতে স্বল্প বিনিয়োগকে দোষ দিয়ে বলেন, দেশের একটি নির্দিষ্ট অঞ্চল। অর্থাৎ উত্তরাঞ্চল অংশ সীমাবদ্ধ থাকায় দেশের অন্যান্য অঞ্চলে উৎপাদিত কৃষিক্ষেত্র প্রক্রিয়াজাতকরণ শিল্পের আওতায় জড়িত হতে পারে না।
ইউ. এস. এইড বলছে, ৪০০ টিরও বেশি খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থা রয়েছে। তবে এর মধ্যে মাত্র এক ডজন সংস্থা রফতানিমুখী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।