Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের স্থায়ীত্ব ছিল কয়েক সেকেন্ড।
শনিবার রাত ১১ টা ৩৯ মিনিটের সময় ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে রিখটার স্কেলে এর মাত্রা ও উৎপত্তিস্থল জানা যায়নি।
এদিকে ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে সিলেটের বিভিন্ন জায়গায় বাসাবাড়ি কেঁপে ওঠে। আতঙ্কে অনেকে ছুটোছুটি করলেও অনেকে ঘুমের মধ্যে থাকায় টের পাননি।
এর আগেও দুই তিন মাসের মধ্যে কয়েক বার সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। সে সময় ভূমিকস্পের উৎপত্তি স্থল ছিল সিলেট থেকে ৪০ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।