জুমবাংলা ডেস্ক: সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দুই সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম কমল কেজিতে ১০০ টাকা। গত সপ্তাহে কাঁচা মরিচ ১৪০ টাকা কেজি বিক্রি হলেও এখন সেই মরিচ কেজিতে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, এক সপ্তাহ আগেও বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম থাকায় যেখানে কাঁচা মরিচ খুচরা বাজারে বিক্রি হয়েছিল ১৪০ টাকা কেজি দরে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কেজিতে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ফিজু নামে একজন ক্রেতা বলেন, গত দুই সপ্তাহ আগেই মরিচ ১৬০ টাকা কেজি কিনেছি। আজ রবিবার হাটবার ৪০ টাকা কেজিতে কিনলাম। রমজানেও এমন দাম থাকলে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য ভালো হতো।
কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব বলেন, কাঁচা পণ্যের দাম সকালে বাড়ে তো বিকেলে কমে। আমরা বেশি দামে কিনলেই বেশি বিক্রি করি, আবার কম দামে কিনলে কম দামেই বিক্রি করে থাকি। সরবরাহ বেশি থাকলে দাম কিছুটা কম হয়।
তিনি আরো বলেন, বগুড়া-পঞ্চগড়, ডোমার, নীলফামারীসহ দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচের আবাদ বেড়েছে। এ কারণে সরবরাহও বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন কেজিতে ১০ টাকা করে কমছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।