বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান কেটিএম একসঙ্গে পাঁচটি মোটরসাইকেল আনছে। বিগত বেশ কয়েক বছরের নীরবতা অবশেষে ভাঙতে চলেছে কেটিএম। ইতালির মিলনে এ বছর অনুষ্ঠিত হতে চলা ইআইসিএমএ আন্তর্জাতিক বাইক প্রদর্শনীতে একগুচ্ছ মডেল উপস্থাপন করতে চলেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া চ্যানেলে নিজেদের পাঁচটি নতুন মোটরসাইকেলের টিজার প্রকাশ করেছে কেটিএম। যা ক্রেতামহলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
টিজার দেখেই বোঝা যাচ্ছে, একাধিক সেগমেন্টে নতুন বাইক উন্মোচিত করতে চলেছে কেটিএম। প্রতিটি মডেলের ডিজাইন ও আকার আকৃতি আলাদা। ছবিতে ডানদিকের তিনটি বাইক বেশ বড়সড়। এগুলো ১৩৯০ পরিবারের সদস্য বলেই মনে করা হচ্ছে। কারণ বিগত কয়েক মাসে ১৪৯০ সুপার ডিউক ও সুপার অ্যাডভেঞ্চার আর-এর একাধিক মডেলের টেস্টিং চালাতে দেখা গিয়েছে।
ছবিতে একটি ছোট বাইকের দেখা পাওয়া গিয়েছে। এটি আদপে একটি ডার্ট মডেল বলেই অনুমান করা হচ্ছে। অর্থাৎ কাদায় ভরা খানাখন্দে যে রেসিং হয়, তার জন্য উপযুক্ত মডেল। রাস্তায় চলার অনুমতি নেই। যাই হোক, মোটরসাইকেলটি কেমন ইঞ্জিনসহ আসবে সেই সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।