জুমবাংলা ডেস্ক : যৌতুক চেয়ে নির্যাতনের অভিযোগ এনে কথিত অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবহার করা মামলায় গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এদিন কণ্ঠশিল্পী ইলিয়াসের আত্মসমর্পণ এবং তার জামিনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।
মঙ্গলবার (২২শে মার্চ) ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াত তার জামিন বাতিল করে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ তথ্য জানিয়েছেন আদালতের পেশকার ইশতিয়ার আলম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অনলাইন গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
এদিকে, ইলিয়াস “অসুস্থ” জানিয়ে জামিন শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী। আদালত আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
শুনানিতে বাদীপক্ষের আইনজীবী বলেন, “আসামি আদালতে না এলেও এখানে-সেখানে ঘুরে বেড়াচ্ছেন। আমরা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রার্থনা করছি।”
গত ৩ জানুয়ারি ঢাকার বনানী থানায় মামলাটি করেন অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবহা। মামলা দায়েরের পর হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নেন ইলিয়াস। জামিনের মেয়াদ শেষে বিচারিক আদালতে তার আত্মসমর্পণ করার কথা ছিল। কিন্তু ২২ ফেব্রুয়ারি তার আইনজীবী জামিনের আবেদন করলে ইলিয়াসের উপস্থিতিতে বিচারক শুনানির জন্য ২ মার্চ ধার্য করেন। এরপর ২ মার্চ “শেষবারের মত” সময় মঞ্জুর করে আত্মসমর্পণ এবং জামিনের বিষয়ে শুনানির জন ২২ মার্চ ঠিক করেন। সেদিনও ইলিয়াস আদালতে উপস্থিত হননি।
মামলার এজাহারে বলা হয়, বিয়ের সময় ইলিয়াসকে সুবহার পরিবারের পক্ষ থেকে ১২ লাখ টাকার রোলেক্স ঘড়িসহ ১৫ লাখ ৭৫ হাজার টাকার পণ্য দেওয়া হয়। কিন্তু সুবহার কাছে ফ্ল্যাট কেনার জন্য ৫০ লাখ এবং গাড়ি কেনার জন্য আরও ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন ইলিয়াস। এরপর ৯ ডিসেম্বর “ইউটিউব চ্যানেল কেনার জন্য” আরও ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। তখন ইলিয়াসকে আড়াই লাখ টাকা দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, ফ্ল্যাট ও গাড়ি কেনার জন্য ৮০ লাখ টাকার দাবিতে ইলিয়াস চাপ দিলে ২৭ ডিসেম্বর তাদের মধ্যে ঝগড়া হয়। সেই রাতে ইলিয়াস সুবহাকে “শারীরিক নির্যাতন” করেন। পরদিন আবারও টাকা দাবি করেন এবং তাতে অস্বীকৃতি জানালে সুবহাকে “কিল-ঘুষি-লাথি মেরে এবং চুলের মুঠি ধরে মাথা দেয়ালে ঠুকে জখম” করেন, পরে ব্যথার ওষুধ বলে সুবহাকে ঘুমের ওষুধ খাওয়ান বলে অভিযোগ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।