কেনিয়ার রাজধানী নাইরোবির একটি স্টেডিয়ামে বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার মরদেহ দেখার জন্য জড়ো হওয়া উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৮০ বছর বয়সী ওডিঙ্গা বুধবার ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কয়েক দশক ধরে কেনিয়ার রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন। একসময় রাজনৈতিক বন্দিও ছিলেন তিনি। দেশটির প্রেসিডেন্ট পদে পাঁচবার প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনোবারই জয় পাননি।
বৃহস্পতিবার সকাল থেকেই হাজারো সমর্থক রাজধানীর প্রধান স্টেডিয়ামে জড়ো হন, যেখানে ওডিঙ্গার মরদেহ রাখা ছিল শ্রদ্ধা নিবেদনের জন্য। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন বিপুল জনতা স্টেডিয়ামের একটি ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় সৈন্যরা গুলি ছোড়ে এবং আকাশে ফাঁকা গুলিও চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পুলিশের এক সূত্র রয়টার্সকে জানায়, প্রথমে দুইজন নিহত হন। পরে স্থানীয় টেলিভিশন চ্যানেল কেটিএন নিউজ ও সিটিজেন টিভি জানায়, নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ায় এবং বহু মানুষ আহত হন।
গুলির পর নিরাপত্তা বাহিনী ভিড় ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে, ফলে স্টেডিয়ামটি দ্রুত ফাঁকা হয়ে যায়।
এর আগে দিনের শুরুতে হাজারো সমর্থক নাইরোবির আন্তর্জাতিক বিমানবন্দনে ঢুকে পড়েন, যেখানে প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ও সরকারি কর্মকর্তারা ওডিঙ্গার মরদেহ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছিলেন। এই ঘটনায় বিমানবন্দরের অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
সূত্র: রয়টার্স, বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।