এবার অ্যাপলের আইফোন ১৪ সিরিজের স্মার্টফোন জনপ্রিয়তা পাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে ডায়নামিক আইসল্যান্ড ফিচার। আইফোন ১৪ এর মত হুবহু android এ ফিচার দেওয়া না থাকলেও আগ্রহীরা সফটওয়্যার এর মাধ্যমে নিজেদের ডিভাইসে ফিচারটি ব্যবহার করছেন।
আইফোন স্মার্টফোনে ডায়নামিক আইসল্যান্ড এর বক্সের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং নোটিফিকেশন উল্লেখ করা থাকে। অ্যান্ড্রয়েড ফোনে অপারেটিং সিস্টেমের সাথে ফিচারটি ইন্টিগ্রেট করা থাকে না।
তবে এই ফিচারটি এতটা জনপ্রিয়তা পেয়েছে যে ডাইনামিক স্পট সফটওয়্যারটি ব্যবহার করে এন্ড্রয়েড ব্যবহারকারীরা ফিচারটি উপভোগ করছেন।
ডায়নামিক স্পট সফটওয়্যারটি এখনো পর্যন্ত ১ মিলিয়নের বেশি সময় ধরে ইনস্টল করা হয়েছে। এতেই বুঝা যায় আইফোন এর এ ফিচারটি কতটা জনপ্রিয়তা পেয়েছে। যারা এত অর্থ খরচ করে আইফোন ১৪ সিরিজের স্মার্টফোন ক্রয় করতে চান না তারা নিজেদের এন্ড্রয়েড ডিভাইসে এখন ডাইনামিক আইসল্যান্ডের ফিচারটি উপভোগ করতে পারছেন।
আসলে যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন তারা এ ফিচারটি টেস্ট করে দেখতে চাচ্ছেন। তাদের মোবাইলে ডায়নামিক আইসল্যান্ড অপশনটি দেখতে কেমন লাগে, এটির স্টাইলে বৈচিত্রতা আছে কিনা অথবা কী কী বিষয়ে নোটিফিকেশন এবং তথ্য এটির বক্সে দেখা যায়।
ডায়নামিক স্পট অ্যাপটি ফোনের নচ বা পিল ডিজাইনের স্ক্রিনের সাথে মানিয়ে চলতে সক্ষম। অ্যাপের সেটিং থেকে অপশনে প্রবেশ করুন। আপনি এখানে তিনটি স্লাইডার দেখতে পারবেন। এসব স্লাইডারের মাধ্যমে আপনি ঠিক করতে পারবেন যে ডাইনামিক বক্সটি ফোনের স্ক্রিনে উপরের দিকে কীভবে দেখাবে।
শুধু এখানেই শেষ নয়, আপনি ডাইনামিক আইসল্যান্ডের বিহেভিয়ার কনফিগার করতে পারবেন। মাল্টি-টাস্কিং এর ফিচারগুলো কনফিগার করার অপশন এখানে আছে। তবে আপনাকে পরামর্শ দেয়া হবে ডায়নামিক স্পট অ্যাপটির প্রো ভার্সন ব্যবহার করার জন্য। এটার দাম মাত্র ১০০ রুপির সমান।
সিঙ্গেল ট্যাপের অ্যাকশন কী হবে এবং লং ট্যাপের অ্যাকশন কী হবে সেসব বিষয়ে আপনি কনফিগার করতে পারবেন অ্যাপটির প্রো ভার্সনে। তাছাড়া লক স্ক্রিনে এই সুন্দর ডায়নামিক ফিচারটি যেনো দেওয়া থাকে সে ব্যবস্থাও আছে।
কাজেই বিষয়টি এরকম নয় যে আপনি আইফোন ব্যবহার করতে পারছেন না বলেই অ্যান্ড্রয়েডে ডাইনামিক আইসল্যান্ড এর সুবিধা পাবেন না। তবে এখনো পর্যন্ত আস্থা রাখার মতো খুব বেশি ভালো অপশনও হাতে নেই। প্রযুক্তিপ্রেমীরা আশা করছেন ভবিষ্যতে এন্ড্রয়েডের অপারেটিং সিস্টেমের সাথে ইন্টিগ্রেশন করে এই ডায়নামিক আইসল্যান্ডের ফিচার সবার জন্য উন্মোচন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।