ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেঘান মার্কলে এ দুনিয়ার জনপ্রিয় সেলিব্রেটিদের একজন। মেঘান সম্প্রতি তারা প্রিয়তম স্বামী প্রিন্স হ্যারির প্রতি আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মেঘান মার্কলে মনে করেন যে যখন তিনি মানসিকভাবে অনেক অসুস্থ ছিলেন তখন প্রিন্স হ্যারি তাকে সবথেকে বেশি সাপোর্ট করেছেন। হ্যারি সবসময় মেঘানের প্রতি যত্নশীল ছিল। এজন্য তিনি হ্যারির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
একচল্লিশ বছর বয়সী সাসেক্সের ডাচেস মেঘান আরো জানান যে, তিনি ওই সময় সত্যিই অনেক দুর্বল অবস্থানে ছিলেন। তার পাশে একজন সঙ্গী দরকার ছিল। খারাপ সময়ে প্রিন্স হ্যারিকে তিনি বন্ধুর মতোই পাশে পেয়েছেন।
সাসেক্সের ডিউক প্রিন্স হ্যারির স্ত্রী সবাইকে জীবনে সৎ হওয়ার পরামর্শ দেন। তিনি সততা বজায় রেখে সব কাজ করতে আগ্রহী। সমাজে শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কখনো পিছপা হওয়া উচিত নয়।
সিবিএস টেলিভিশনকে দেওয়া এক ইন্টারভিউতে মেঘান স্বীকার করেন যে তিনি একটা সময় জীবনের প্রতি সব ধরনের মায়া-মমতা হারিয়ে ফেলেন। ওই সময় তার কাছে নিজের জীবনের তেমন গুরুত্ব ছিল না। তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন।
পরবর্তী সময়ে তিনি প্রিন্স হ্যারির কাছে এসব কথা বলতে লজ্জা পেয়েছিলেন। কেননা তার জন্য প্রিন্স হ্যারির বেশ ভোগান্তি সহ্য করতে হয়েছে। মেঘান এখনো পুরনো দিনগুলির কথা ভাবেন।
এতকিছুর পরেও হ্যারি মেঘানকে ভালোবেসেছে ও এখনো দুজন একসাথে থাকতে পারায় মেঘান হ্যারির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অবশ্য প্রিন্স হ্যারিও ২০২১ সালের মাঝামাঝি সময়ে মানসিক চাপের মধ্য দিয়ে গেছেন।
হ্যারি বলেন যে, আমার এবং মেঘানের মধ্যে যে বৈবাহিক সম্পর্ক আছে সেটা ভালোভাবে টিকে থাকতে হলে অতীতের সমস্যাগুলি মোকাবেলা করা প্রয়োজন। প্রয়োজনে চড়াই-উতরাই পেরিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।