ওটিটি ইস্যু এবং লাভের অংশ নিয়ে ঝামেলায় জড়িয়েছে এনিমেল ও কবির সিং এ দুটি সিনেমার প্রযোজক সংস্থা। পরিস্থিতি এত জটিল আকার ধারণ করেছে যে মামলাটি আদালত পর্যন্ত গড়িয়েছে। এনিমেল সিনেমার প্রযোজক সংস্থা টি-সিরিজের বিরুদ্ধে মামলা করেছে কবির সিং সিনেমার প্রযোজক সংস্থা সিনে ওয়ান স্টুডিও।
২০০৩ সালের পহেলা ডিসেম্বর মুক্তি পাওয়ার পর বক্স অফিসে অধিক মুনাফা অর্জন করেন রণবীর কাপুরের এনিমেল সিনেমা। তাই প্রযোজক সংস্থা টি-সিরিজ চেয়েছিল সিনেমাটি ওটিটি প্লাটফর্মে মুক্তি দেওয়ার জন্য।
কথা ছিল ২৬ শে জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এনিমেল সিনেমাটি। কিন্তু তার আগে তারা কবির সিং সিনেমার প্রযোজক সংস্থার কাছ থেকে বাধার সম্মুখীন হয়েছে। এ বিষয়টি নিয়ে সংস্থাটি মামলা করেছে টি-সিরিজের বিরুদ্ধে।
তাদের দাবি টি-সিরিজের সঙ্গে তাদের চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী লাভের ৩৫ শতাংশ বন্টন করা হবে দুই সিনেমার প্রযোজক সংস্থার মধ্যে। বক্স অফিস অনুযায়ী এনিমেল সাম্প্রতিক সময়ে সবথেকে সফল সিনেমা। কিন্তু চুক্তি অনুযায়ী কোন লভ্যাংশ প্রদান করেনি টি-সিরিজ।
কবির সিং সিনেমার প্রযোজক সংস্থা সিনে ওয়ান স্টুডিও এভাবেই দাবি জানিয়েছেন। টি-সিরিজ এ বিষয়ে জানায় যে, দেড় মাস আগে সিনেমাটি মুক্তি পেয়েছিল। তারা চুক্তি অনুযায়ী কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সিনে ওয়ান স্টুডিও অনেক তাড়াহুড়ো করছে।
এদিকে দিল্লির আদালত এ বিষয়টির শুনানির দিন ধার্য করেছে। এ কারণে ওটিটি প্লাটফর্মে এনিমেল মুভিটি মুক্তি পাবে কিনা বিষয়টি নিয়ে সন্দেহ রয়েছে। দর্শকরা আশা করছেন যে, দ্রুত এ সমস্যার নিষ্পত্তি করা হবে ও ওটিটি প্লাটফর্মে এনিমেল সিনেমাটি মুক্তি পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।