কেনো নেদারল্যান্ড আর্জেন্টিনার জন্য কঠিন প্রতিপক্ষ?

নেদারল্যান্ড আর্জেন্টিনার জন্য কঠিন প্রতিপক্ষ

কাতার বিশ্বকাপের কোয়ার্টাল ফাইনাল ম্যাচ আজ থেকে শুর হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ ম্যাচে রাত ১ টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে নেদারল্যান্ড। নক-আউট ম্যাচ হওয়ায় একটি দল অবশ্যই আজ বিদায় নিবে। তবে আর্জেন্টিনার সমর্থকরা চাইছেন সে দল যেনো নেদারল্যান্ড হয়।

নেদারল্যান্ড আর্জেন্টিনার জন্য কঠিন প্রতিপক্ষ

নেদারল্যান্ড ৫-৩-২ বা তার কাছাকাছি ফরমেশন নিয়ে খেলে৷ প্রত্যেক দল যেখানে ২ জন সেন্টার ব্যাক নিয়ে খেলে সেখানে একমাত্র দল হিসেবে নেদারল্যান্ড ৩ জন সেন্টার ব্যাক নিয়ে খেলছে।

অতিরিক্ত ১জন ডিফেন্ডার নিয়ে খেলার কারণে তাদের ডিফেন্সে শক্তি বৃদ্ধি পেয়েছে। ফলে আর্জেন্টিনার আক্রমণভাগ অনেক চাপের মধ্য দিয়ে খেলবে। তাছাড়া তাদের ৩ জন বিশ্বমানের ডিফেন্ডার রয়েছে যাদের কথা অবশ্যই উল্লেখ করতে হয়।

ভার্জিল ভ্যান ডাইক তাদের দলীয় অধিনায়ক ও বর্তমান দুনিয়ার অন্যতম সফল ডিফেন্ডার। প্রিমিয়ার লীগের লিভারপুল দলে তিনি দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন। আজ লিওনেল মেসিকে আটকে দেওয়ার দায়িত্ব তার উপরেই থাকছে।

নাথান আকে ম্যানসিটির হয়ে সেরা ছন্দে আছেন। তার উপর দায়িত্ব থাকবে জুলিয়ান আলভারেজ সহ আর্জেন্টিনার স্ট্রাইকারদের আটকে দেওয়া। গার্দিওলার অনেক পছন্দের খেলোয়াড় তিনি। ভালো পারফর্মন্যান্সের কারণে জাতীয় দল ও ক্লাবে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন তিনি।

২০১৪ বিশ্বকাপেও আর্জেন্টিনা নেদারল্যান্ডের জাল স্পর্শ করতে পারেনি। ধারণা করা হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ এ মেসিরা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করবে। তবে স্কালোনি অবশ্যই চাইবেন যেন ৯০ মিনিটের মধ্যেই খেলা শেষ করা যায়।

অন্যদিকে নেদারল্যান্ড এর ডি লেজিট ও টিম্বারের মত ডিফেন্ডার রয়েছেন যারা দুর্দান্ত ফর্মে রয়েছেন। এ দলের দুই ফুলব্যাক ডিফেন্সে অনেক সক্রিয় থাকে। তাই ৫ জনের ডিফেন্স লাইন ভেদ করা বেশ কষ্টসাধ্য কাজ হতে পারে৷ পুরো টুর্নামেন্ট এ তারা মাত্র ২ গোল হজম করেছে।