স্যামসাং বেশকিছু ফিচারাইজড ফোন রিলিজ করে স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নাম কুড়িয়েছে। মার্কেট এ সফলতার মুখ দেখেছে। মোবাইল ইন্ড্রাস্টিতে তারা রাজত্ব করছে। ২০০৯ সালে অরিজিনাল গ্যালাক্সি ডিভাইস সর্বপ্রথম বাজারে রিলিজ হয়।
android 1.5 ভার্সনের উপর ভিত্তি করে তা চালিত হতো যার নাম ছিল কাপকেক। ১ বছর পর গ্যালাক্সি এস ব্র্যান্ড বাজারে আসে। প্রথম ডিভাইসটি ২৪ মিলিয়ন ও পরের ডিভাইসটি ৪০ মিলিয়ন ইউনিট সেল হয়। ২০১২ সালে গ্যালাক্সি S3 ৭০ মিলিয়ন ইউনিট পর্যন্ত সেল হয়৷ এস সিরিজের এই সাফল্য প্রিমিয়াম স্মার্টফোর্ট মার্কেটে স্যামসাং এর আধিপত্য বিস্তারের সুযোগ করে দেয়।
বর্তমানে Galaxy S21 ও Galaxy S22 সবথেকে ভালো ফিচার অফার করছে। তাদের প্রাইসও প্রিমিয়াম লেভেলের। ৮০০ ডলার থেকে শুর। তবে S21 and S22 Ultra আরও শক্তিশালী স্মার্টফোন ও ভালো ক্যামেরা অফার করছে। তাদের ক্যামেরা বাজারের অন্যতম সেরা ক্যামেরা। তাতে কোন সন্দেহ নেই৷ শুধু ফ্ল্যাগশিপ স্মার্টফোন এর মার্কেটে স্যামসাং আধিপত্য ধরে রেখেছে সেটা নয়। যাদের এতো বাজেট নেই তাদের জন্য তাদের A সিরিজের স্মার্টফোন জনপ্রিয়তা পেয়েছে। A50 ও A51 স্যামসাং এর মাঝারি বাজেটে সবথেকে বেশি সেল হওয়া স্মার্টফোন।
রাইস অনুযায়ী গুণগত মান ঠিক থাকায় এতো আধিপত্য করতে পেরেছে এই সিরিজের স্মার্টফোন। স্যামসাং সবসময় সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে। ইন্ড্রাস্ট্রির যেকোনো ট্রেন্ড স্যামসাং অনুসরণ করে। ক্রেতাদের চাহিদাকে গুরুত্ব দেয়৷ ২০১১ সালের সময়ে বড় ফোনের চাহিদা বাড়ায় স্যামসাং তাদের ৫.৩ ইঞ্চির বড় হ্যান্ডসেট রিলিজ করে।
আজও স্যামসাং বড় ডিসপ্লের ট্রেন্ড ধরে রেখেছে। তবে স্যামসাংকে বেশ কয়েকটি সমস্যারও সম্মুখীন হতে হয়েছে। তাদের galaxy note 7 এ ব্যাটারির ফায়ারিং ইস্যু থাকায় তা বাতিল করতে বাধ্য হয়। করোনার সময় চিপ সংকট এর কারণে পর্যাপ্ত ইউনিট বাজারে রিলিজ করতে পারেনি স্যামসাং। পরে ফোল্ডেবল স্মার্টফোন মার্কেটে ট্রেন্ড হিসেবে আবির্ভূত হয়।
২০১৯ সালে স্যামসাং তাদের ১ম ফোল্ডেবল ডিভাইস বাজারে ছাড়ে। High End Specs বিশিষ্ট ফোন ছিলো সেটি। বেশ বড় ডিসপ্লেও ব্যবহৃত হয়েছিলো যা মানুষের পকেট এ ধরাও কষ্ট৷ পরে এটাকে ডেভেলপ করে আরও উন্নত সংস্করণ বাজারে রিলিজ করা হয়। এর ফলে স্যামসাং এর ডিজাইন ও স্টাইলে বৈচিত্র্যতা এসেছে।
স্যামসাং শুধু স্মার্টফোন বিক্রি করে সেটাও নয়। টিভি, ফ্রিজ, হোম আপ্লিয়েন্স, ইলেকট্রনিকস, এমোলেড ডিসপ্লে ইত্যাদি পণ্যও বিক্রি করে৷ গ্লোবাল ও বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে স্যামসাং এখন বিশ্ববাজারে আধিপত্য বিস্তার ধরে রেখেছে।