জুমবাংলা ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টা পরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে (পত্নীতলা-ধামইরহাট) ভোটগ্রহণ শুরু হবে।
সোমবার (১২ ফেব্রুয়ারি ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। এ উপলক্ষে রবিবার (১১ ফেব্রুয়ারি ) সকাল থেকেই দুই উপজেলার পৌরসভা, ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।
সকাল থেকেই সরঞ্জাম বিতরণকেন্দ্রে উপস্থিত হন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। একে একে প্রতিটি কেন্দ্রেই দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারের হাতে তুলে দেওয়া হয় ব্যালট বাক্স, অমোচনীয় কালি, স্টাম্পসহ বাকি সরঞ্জাম।
পত্নীতলা উপজেলা চত্বরের ৩টি বুথ থেকে বিতরণ করা হচ্ছে নওগাঁ-২ আসনে ভোটের সরঞ্জাম। ব্যালট পেপার বাদে বাকি সবকিছু পৌঁছে দেওয়া হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।
উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ১১৭ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯৯ হাজার ২৭১ এবং নারী ভোটার সংখ্যা ৯৯ হাজার ৮৪৬ জন। নির্বাচনে ৭১ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ৪০২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৮০৪ জন। ভোটের দিন ১২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে।
পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা টুকটুক তালুকদার কালবেলাকে বলেন, দুপুর দুটার মধ্যে আমরা সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। ভোটের দিন খুব সকালে যথাযথভাবে ব্যালট পেপার পাঠানো হবে। আর সুন্দর ও সুষ্ঠু নির্বাচনে উপহার দিতে আমরা বদ্ধপরিকর।
অপরদিকে ধামইরহাট উপজেলায় আট ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৫ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৩০১ জন, নারী ৭৮ হাজার ৭১৩ ও ট্রান্সজেন্ডার ১ জন। নির্বাচনে ৫৩ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ৩০৪ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৬০৮ জন। এবারই প্রথমবারের মতো ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। ভোটের দিন পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে একজন করে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।
ব্যালট ছাড়া নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে নিশ্চিত করে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আসমা খাতুন কালবেলাকে বলেন, আমি আমার জায়গা থেকে শতভাগ চেষ্টা করছি সুষ্ঠু ও সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রস্তুত জানিয়ে নওগাঁর সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার গাজিউর রহমান কালবেলাকে বলেন, ভোটাররা কেন্দ্রে এসে যেন সুন্দরভাবে ভোট দিয়ে বাড়ি যেতে পারে সেই জন্য আমরা সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছি। নির্বাচন কেন্দ্রীক ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আটজন আনসার বাহিনীর সদস্যদের সঙ্গে ৪ জন করে পুলিশ সদস্যসহ মোট ১২ জনের টীম এবং আটজন আনসার সদস্যের সাথে তিনজন পুলিশ সদস্যসহ মোট ১১ জনের একটি করে দল দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও সাদা পোশাকে পুলিশ পাশাপাশি র্যাব, বিজিবির সমন্বয়ে একটি মোবাইল টিম, ষ্ট্রাইকিং টিম, রিজার্ভ টিম এবং সিনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে আরেকটি টিম সার্বক্ষণিক টহলরত থাকবে। ভোটের দিন পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। মোটকথা ভোটারদের নিরাপত্তার স্বার্থে আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।
নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের মাঠে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ প্রার্থী সাবেক এমপি শহীদুজ্জামান সরকার বাবলু। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ট্রাক প্রতীকের আখতারুল আলম, ঈগল প্রতীকের মেহেদী মাহমুদ রেজা ও লাঙ্গল প্রতীকের তোফাজ্জল হোসেন।
স্থানীয়রা বলছেন, লড়েইয়ে চারজন থাকলেও মূল লড়াই হবে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ট্রাক প্রতীকের প্রার্থীর মধ্যে।
বিএনপির কর্মসূচি অন্যকিছু নয় ‘পুরোনো গাড়ি স্টার্ট দেওয়া’ : পররাষ্ট্রমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।