আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার গণমাধ্যমগুলো শুক্রবার জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে পুতিন জানিয়েছেন, তিনি উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়ন করতে চান।
আন্তর্জাতিকক্ষেত্রে পিছিয়ে থাকা উত্তর কোরিয়ার সঙ্গে কেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্ক ভালো করতে চান?
দক্ষিণ কোরিয়ার সিউলের হাঙকুক বিশ্ববিদ্যালয়ের সহযোগী প্রফেসর ও উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাসোন রিচে বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করেছেন।
গণমাধ্যম আল জাজিরাকে এ প্রফেসর বলেছেন, রাশিয়া এবং উত্তর কোরিয়া দুই দেশেরই বিশ্বাস ‘তাদের একে অপরকে প্রয়োজন এবং একে অপরকে কিছু দেওয়ার বিষয় তাদের আছে।’
তিনি আরও বলেন, রাশিয়া এবং উত্তর কোরিয়া দুই দেশই অসংখ্য নিষেধাজ্ঞার মুখে আছে। উত্তর কোরিয়া লম্বা সময় ধরে নিষেধাজ্ঞার অধীনে আছে। তাই আন্তর্জাতিক বাণিজ্যক্ষেত্রে জড়িত হওয়ার ক্ষেত্রে দুই দেশই আবদ্ধ।
উত্তর কোরিয়ার এ বিশেষজ্ঞ আরও বলেছেন, উত্তর কোরিয়া রাশিয়ায় তাদের শ্রমিকদের পাঠাতে পারবে, বিশেষ করে পূর্ব দিকের প্রত্যন্ত অঞ্চলে। তাছাড়া রাশিয়া উত্তর কোরিয়ার জন্য আমদানি/রপ্তানির বাজার হবে বা এরচেয়েও বেশি হবে যদি তারা বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করে।
তিনি আরও বলেছেন, শুধুমাত্র অর্থনীতির স্থিতিশীলতা ও বিদেশী মুদ্রার জন্য উত্তর কোরিয়ার জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ হবে তাই নয়, এর মাধ্যমে চীনের ওপর থেকে নিজেদের অত্যাধিক নির্ভরতাও কমাতে পারবে উত্তর কোরিয়া।
অন্যদিকে রাশিয়ার কি উপকার হবে বে বিষয়টি বিশ্লেষণ করে এই বিশেষজ্ঞ বলেছেন, যদি উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্কোন্নয়ন করে তাহলে রাশিয়া তাদের পূর্ব দিকের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার জন্য শ্রমিক পাবে। তাছাড়া উত্তর কোরিয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ আমদানি/রপ্তানির বাজার হতে পারবে।
এই বিশেষজ্ঞ আরও জানিয়েছেন, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করলে রাশিয়া এমন একটি দেশকে পাবে যেটি পশ্চিমাদের বিরুদ্ধে আছে।
সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।