কেন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের এত ছোট ফ্ল্যাটে থাকেন সালমান? জানালেন সেলিম খান

কেন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের এত ছোট ফ্ল্যাটে থাকেন সালমান? কারণ জানালেন সেলিম খান

বিনোদন ডেস্ক : বলিউডের সুলতান ওরফে সালমান খানের বিষয়ে আমরা সব কিছুই জানি। সালমান খানের পরিবার অথবা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা প্রায় প্রত্যেকে অবগত। কিন্তু আমরা অনেকেই জানি না কোটি কোটি টাকা অর্জন করার পরেও তিনি কেন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের একটি ছোট্ট ফ্ল্যাটে থাকেন। সালমান খানের সমসাময়িক তারকারা যেখানে থাকেন সেখানে কেন তিনি ছোট্ট একটি অ্যাপার্টমেন্টে থাকেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

 কেন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের এত ছোট ফ্ল্যাটে থাকেন সালমান? কারণ জানালেন সেলিম খান

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সালমান খান বলেছেন, আমি যে কোনো সময় বিলাসবহুল বাংলাতে থাকতে পারি কিন্তু আমি কখনোই সেখানে থাকতে চাই না কারণ আমি যে অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্টের ঠিক উপরে আমার বাবা-মা থাকেন। আমি ছোটবেলা থেকে আমার বাবা-মা এবং পরিবারের সকলের সঙ্গে থাকতে ভীষণ পছন্দ করি তাই অনেক বার সুযোগ আসা সত্ত্বেও আমি অন্য কোনো অ্যাপার্টমেন্টে যাইনি।

সালমান খান আরো বলেন, এই পুরো বিল্ডিংটি আমার পরিবারের মতো। আমি যখন ছোট ছিলাম তখন বিল্ডিং এর সমস্ত বাচ্চারা একসঙ্গে নিচের বাগানে খেলত যার মধ্যে আমি একজন ছিলাম। কখনো কখনো খেলতে খেলতে ঘুমিয়ে পড়তাম অন্যের বাড়িতে। আমাদের কারোর মধ্যে কোন ভেদাভেদ ছিল না কখনো। মাঝে মাঝে অন্যের বাড়িতে আমি খেয়েও নিতাম। আমি এখনো এই ফ্ল্যাটে থাকি কারণ এই ফ্ল্যাটের মধ্যে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে।

শুধুমাত্র সালমান খান নয় একটি সাক্ষাৎকারে সেলিম খান বলেন, ১৯৭৩ সালে অমিতাভ বচ্চনের সিনেমা “জঞ্জির” যখন মুক্তি পায় তখন এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন তিনি। এই আবাসন কেনার পর তিনি বুঝতে পেরেছিলেন যে সারাজীবন তিনি এই আবাসনে থেকে যেতে পারেন। এই বাড়ি কোনদিন আমি ছেড়ে যেতে পারবো না। যত দামি বাড়িতেই যাই না কেন এই বাড়ির মতো আনন্দ আমি কোন বাড়িতে পাব না।

প্রথমবারের মতো ক্যামেরায় রানি মুখার্জির মেয়ে, কিউটনেস-এ টেক্কা দেবে তৈমুরকে