কেন মুছে দিয়েছিলেন ইনস্টাগ্রামের সব পোস্ট? বললেন আদনান সামি

কেন মুছে দিয়েছিলেন ইনস্টাগ্রামের সব পোস্ট? বললেন আদনান সামি

বিনোদন ডেস্ক : দিন সাতেক আগের কথা। আদনান সামিকে (Adnan Sami)  ঘিরে আচমকা হইচই। দেখা যায় ইনস্টাগ্রামে আগের সব পোস্ট মুছে ফেলেছেন গায়ক।

রহস্যময় একটি ভিডিয়ো আপলোড করেছিলেন সঙ্গীত-তারকা। যাতে ফুটে উঠছে ‘অলবিদা’ বা ‘বিদায়’ শব্দটি। গায়কের এই পোস্ট দেখেই চিন্তিত হয়ে ছিলেন তাঁর অনুরাগীরা।

কেন মুছে দিয়েছিলেন ইনস্টাগ্রামের সব পোস্ট? বললেন আদনান সামি

অবশেষে অনুরাগীদের সব চিন্তার অবসান ঘটালেন গায়ক স্বয়ং। প্রকাশিত হচ্ছে তাঁর নতুন গানের অ্যালবাম ‘অলবিদা’। সেই অ্যালবামের প্রথম ঝলক ভাগ করে নিলেন গায়ক।

তিনি লেখেন ‘বিদায় জানাচ্ছি না। ‘অলবিদা’ শব্দের এক অন্য আবেগ বোঝানোর চেষ্টা করছি।’ ২৮ জুলাই দুপুর ১২টায় মুক্তি পাবে গায়কের এই নতুন অ্যালবাম।

নিজেকে পুরোদস্তুর বদলে দিয়ে দর্শকদের এমনিতেই তাক লাগিয়ে দিয়েছেন গায়ক। এই নতুন গান কতখানি মন ভরায় তাঁর অনুরাগীদের, সেটাই দেখার।

পানির দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ