বিনোদন ডেস্ক : একাধিক সম্পর্ক আর বিয়ের কারণে বারবারই বিতর্কে জড়িয়েছেন টলিউড অভিনেত্রী ও বশিরহাটের সংসদ সদস্য নুসরাত জাহান। মুসলিম ধর্মের অনুসারী হলেও এই নায়িকা এ পর্যন্ত তিনটি বিয়ে করেছেন, তার তিনজন স্বামীই অমুসলিম। সনাতন ধর্মের। তাই প্রতিবারই প্রশ্নের মুখে পড়েছে নায়িকার বৈবাহিক জীবন।
সেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না নুসরাতের। তারই ধারাবাহিকতায় বিয়ে নিয়ে ফের প্রশ্নের মুখে টলিউড নায়িকা। কী জবাব দিলেন অভিনেত্রী?
রবিবার রাতে ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে আড্ডা দেন নুসরাত জাহান। সেই আড্ডার হ্যাশট্যাগ ছিল ‘আস্ক মি অ্যানিথিং’ অর্থাৎ ‘আমাকে যেকোনো কিছু জিজ্ঞেস করুন’। সুযোগ পেয়ে এক নেটিজেন নুসরাতকে জিজ্ঞেস করেন, কেন তিনি শুধু অমুসলিমদের বিয়ে করেন, মুসলিম কেউ কি তার স্বামী হওয়ার যোগ্য নয়?
অনুরাগীর এমন প্রশ্নে চটে লাল হয়ে যান নুসরাত। ওই অনুরাগীকে উদ্দেশ্য করে বলেন, ‘তুমি কোন গ্রহের প্রাণী? কোন জগতে বাস করো, তুমি কি মানুষ?’ নুসরাতের উত্তর দেখেই বোঝা যাচ্ছে, এই প্রশ্নে রীতিমতো বিরক্ত তিনি।
২০১৪ সালের দিকে ভিক্টর ঘোষ নামে একজনকে বিয়ে করেছিলেন নুসরাত। সেই বিয়ের কথা জানতো না তেমন কেউই। ২০১৯ সালের আদালতের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তখনই প্রকাশ হয়ে পড়ে সবকিছু। ওই ডিভোর্স পেতে ভিক্টরকে আদালতের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দিতে হয়েছিল নুসরাতকে।
নায়িকার প্রথম স্বামী ভিক্টর ছিলেন হিন্দু ধর্মের। গুঞ্জন আছে, ভিক্টরের স্ত্রী থাকাকালীনই দিল্লির ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে পরকীয়া সম্পর্কে ছিলেন এই নায়িকা। এও শোনা যায়, ভিক্টরকে যে টাকা দিতে হয়েছিল, সেটা এই নিখিলের পকেট থেকেই গিয়েছিল। পরে ২০১৯ সালে তুরস্কে গিয়ে নিখিলকে ধুমধাম করে বিয়ে করেন নুসরাত।
ঘটনাক্রমে নায়িকার এই স্বামীও হিন্দু ধর্মের অনুসারী। আবার নিখিলের স্ত্রী থাকাকালীনই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন নুসরাত। গোপনে তাকে বিয়ে করেন এবং সন্তানের মা-ও হয়েছেন। মজার বিষয়, যশ দাশগুপ্তও হিন্দু ধর্মের অনুসারী।
সাম্প্রতিক সময়ে নুসরাতের সিঁথিতে দেখা গেছে সিঁদুর। পূজা করা, মন্দিরে যাওয়া, সিঁথিতে সিঁদুর পরা এছাড়াও তার নানা কাজকর্মে বোঝা যায় যে, তিনি ধর্মে বিশ্বাসী নন। বিভিন্ন সাক্ষাৎকারেও অভিনেত্রী বলেছেন যে, তার কাছে মনুষ্যত্বই একমাত্র ধর্ম। রবিবারও তার উত্তরে সেই কথাই উঠে আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।