স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা ভালো গেল না মাশরাফি বিন মুর্তজার। দেশে-বিদেশেও সমালোচনায় বিদ্ধ হচ্ছেন বাংলাদেশের অধিনায়ক। শুক্রবার (৫ জুলাই) পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলন বা সংবাদ সম্মেলন কোনোটাতেই দেখা মেলেনি মাশরাফির।
২০০৩ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিলেন মাশরাফি। মাঝে চোটের কারণে ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপ খেলা হয়নি তার। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে খেলেছেন অধিনায়ক হিসেবে। তার অধিনায়কত্বেই ২০১৫ বিশ্বকাপে সেরা সাফল্য কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ।
স্বাভাবিকভাবেই ২০১৯ বিশ্বকাপে এই ক্রিকেটারের কাছে প্রত্যাশার চাপ ছিল। চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলতে নামা মাশরাফি সেই প্রত্যাশা মেটাতে পারেননি। যেটাতে সন্তুষ্ট নন তিনি নিজেও। এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলে ফেললেও নামের পাশে উইকেট শিকারের সংখ্যা মাত্র ১।
নিজেদের জন্য নিয়মরক্ষার শেষ ম্যাচে বৃহস্পতিবার (৫ জুলাই) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে লন্ডনে অনুশীলন করেছে দল। তবে অধিনায়ককে আজ দেখা যায়নি অনুশীলনে। তার অনুস্থিতির মূল কারণ জানা যায়নি। উল্লেখ্য, হ্যামস্ট্রিংয়ের গ্রেড টু ইনজুরি নিয়েই এবারের বিশ্বকাপ খেলে গিয়েছেন মাশরাফি।অধিনায়ক অনুশীলনে না আসলেও কোচের সাথে বিশেষভাবে অনুশীলন করেছেন তামিম ইকবাল। গত মঙ্গল্বার (২ জুলাই) ভারতের বিপক্ষে ম্যাচে রোহিত শর্মার ক্যাচ ফেলে তুমুল সমালোচিত হওয়া বাংলাদেশি ওপেনার বৃহস্পতিবার ১৫ মিনিট ধরে শুধু কঠিন কঠিন ক্যাচ নেয়ার অনুশীলন করেছেন।
শুধু অনুশীলন নয়, ম্যাচের আগের আইসিসির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও আসেননি বাংলাদেশের অধিনায়ক। তার বদলে সংবাদ সম্মেলনে কথা বলেছেন টাইগার কোচ স্টিভ রোডস।
৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে বাংলাদেশ। পাকিস্তানকে হারাতে পারলে পঞ্চম স্থানে উঠে আসবে তারা। তবে ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কার একটি ম্যাচ এখনও বাকি আছে, ভারতের বিপক্ষে। তাই এখনই বলা যাচ্ছে না, কততম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করতে পারবে মাশরাফি-সাকিবরা।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel