বিজনেস ডেস্ক : ভারতের রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি ঋণ পরিশোধে সম্পদ বিক্রি করে ২১ হাজার ৭০০ কোটি রুপি (৩২০ কোটি ডলার) সংগ্রহের পরিকল্পনা করছেন। খবর টাইমস অব ইন্ডিয়া।
গ্রুপটির একজন মুখপাত্র জানিয়েছেন, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নয়টি সড়ক প্রকল্প বিক্রি করে ৯ হাজার রুপি ও রিলায়েন্স ক্যাপিটাল নিজেদের রেডিও ইউনিট বিক্রি করে ১ হাজার ২০০ কোটি রুপি সংগ্রহ করবে। অন্যদিকে আর্থিক ব্যবসাগুলো বিক্রি করে ১১ হাজার ৫০০ কোটি রুপি তোলা হবে।
বিপুল পরিমাণ দেনায় ডুবে রয়েছেন অনিল আম্বানি। গত ১১ জুন তিনি জানান, সম্পদ বিক্রি করে গত ১৪ মাসে রিলায়েন্স গ্রুপ ৩৫ হাজার কোটি রুপি পরিশোধ করেছেন।
তবে এখনো বিপুল পরিমাণ ঋণ পরিশোধ বাকি রয়েছে। এখনো ৯৩ হাজার ৯০০ কোটি রুপি ঋণ পরিশোধ করতে হবে। এ হিসাবে আম্বানির সাবেক শীর্ষ কোম্পানি রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড নেই, যেটি সম্প্রতি দেউলিয়া হয়েছে। গত মাসে এক বিরল সংবাদ সম্মেলনে আম্বানি বলেন, রিলায়েন্স গ্রুপ সব দেনা পরিশোধে প্রতিশ্রুতিবদ্ধ।
আরো সম্পদ বিক্রি করে গ্রুপের কোম্পানিগুলোকে আর্থিক সহায়তা দেবে। রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার নয়টি সড়ক প্রকল্প বিক্রি করে দেয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে। ঋণ সমস্যা ও শেয়ারবাজারে দরপতন নিয়ে বিপাকে রয়েছে পুরো গ্রুপটি। গ্রুপটির ঋণমানও কমেছে।
উল্লেখ্য, সুইডিশ টেলিকম জায়ান্ট এরিকসনের সঙ্গে নিজের রিলায়েন্স কমিউনিকেশনস (আরকম) লিমিটেডের একটি চুক্তি বাতিল হওয়ার পর কারাদণ্ডের মুখে পড়েন অনিল আম্বানি। স্থানীয় ইউনিটের রক্ষণাবেক্ষণ ব্যয় বাবদ আরকমের কাছে ৮ কোটি ডলার (৫৫০ কোটি রুপি) পাওনা রয়েছে এরিকসনের। গত বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে এ অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছিলেন ভারতের সুপ্রিম কোর্ট। কিন্তু এ সময়সীমার মধ্যে পাওনা পরিশোধে ব্যর্থ হন অনিল আম্বানি। পরে বড় ভাই ও ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির সহায়তায় কারাগারে যাওয়া এড়াতে সক্ষম হন অনিল আম্বানি। ছোট ভাইয়ের ৮ কোটি ডলার পরিশোধ করেন এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি। চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট অনিল আম্বানিকে অর্থ পরিশোধের জন্য চার সপ্তাহের সময় বেঁধে দেন। অন্যথায় তাকে কারাগারে পাঠানো হবে বলে জানানো হয়।
মুকেশ আম্বানির রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড এর আগে প্রায় ২৪৮ কোটি ডলারে (১৭ হাজার ৩০০ কোটি রুপি) আরকমের সম্পদ কেনার প্রস্তাব দিয়েছিল। এতে কোম্পানিটির আংশিক ঋণ পরিশোধ সম্ভব হতো। কিন্তু নিয়ন্ত্রণ জটিলতার কারণে চুক্তিটি ব্যর্থ হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।