জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘নির্বাচন নিয়ে বারবার একটাই কথা তারা (মার্কিন প্রতিনিধি দল) বলেছেন, ফ্রি ফেয়ার ইলেকশন (অর্থাৎ অবাধ ও সুষ্ঠু নির্বাচন)।’
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে গুলশান ২ নিজ বাসায় মার্কিন প্রতিনিধি দলের নৈশভোজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
সালমান এফ রহমান বলেন, ‘নির্বাচন নিয়ে বারবার একটাই কথা তারা বলেছেন, ফ্রি ফেয়ার ইলেকশন (অর্থাৎ অবাধ ও সুষ্ঠু নির্বাচন)। ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন (অর্থাৎ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন)। এর বাইরে তারা কিন্তু নির্বাচন নিয়ে কোনো কথা বলে নাই। ‘
ভিসানীতি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা বলেন, ’ভিসানীতি নিয়ে তো উনারা বারবার বলেছেন একই কথা যে, আমরা এই ভিসানীতি যে করেছি, এটা কোনো দলকে বা কোনো বিশেষ কাউকে টার্গেট করে বা লক্ষ্য করে আমরা করি নাই। এটা আমরা করেছি যে, আমরা মনে করি আমাদের এই ভিসানীতির কারণে আপনাদের এই নির্বাচনটা আরও ভালো হবে। যে কথাটা তারা পাবলিকলি বলেছে, আপনি তো শুনেছেন। উনি তো আজকে এ কথাটিই বলেছেন। উনারা যেভাবে বলছেন জিনিসটা যে, ভিসানীতিটা আমরা করেছি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলে দিয়েছেন যে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। উনার এই প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করার জন্য, সহায়তা করার জন্য আমরা এই ভিসানীতিটা করেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।