জুমবাংলা ডেস্ক : রাজধানীর কেরাণীগঞ্জের চুনকুঠিয়ায় প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮ এ দাঁড়িয়েছে। মৃতরা হলেন, বাবলু (২৫), রায়হান (১৬), ইমরান (১৬), সালাউদ্দিন (৩৭), খালেদ(৩২) এবং নাম-পরিচয় না জানা আরও ৩ জন।
তাদের মধ্যে বাবলু, রায়হান, ইমরান বুধবার (১১ ডিসেম্বর) দিনগত রাত ১২ টা থেকে ৩টার মধ্যে তারা মারা যান। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে মারা যান সালাউদ্দিন, খালেদ এবং আরও ২ জন। এছাড়া একজন মারা গিয়েছিলেন ঘটনাস্থলেই।
এ কথা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. আরিফুল ইসলাম নবীন বলেন, বুধবার দিনগত রাত ১টা থেকে ৩টার মধ্যে তারা ৩জন মারা যান। সকালে মারা যার আরও ৪জন। দুইজনের নাম পাওয়া যায়নি।
আগুনে দগ্ধ হয়ে কমপক্ষে ২৪ জন ভর্তি আছেন ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে। ঢামেক কর্তৃপক্ষ জানিয়েছে, দগ্ধদের বেশিরভাগেরই শরীরের পুরোটা পুড়ে গেছে। তাদের অনেকের অবস্থা সংকটাপন্ন। বার্ন ইউনিটের বারান্দা থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও অপারেশন থিয়েটারে স্থানান্তর করা হয়েছে দগ্ধ রোগীদের।
এর আগে, বুধবার (১১ ডিসেম্বর) বিকালে সাড়ে ৪টায় আগুন লাগে কেরাণীগঞ্জের চুনকুঠিয়ায় প্রাইম প্যাক্ট নামের ওই প্লাস্টিক কারখানায়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সোয়া একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।