বিনোদন ডেস্ক : খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক কেরানির ছেলে আজ ২০০ কোটি পেরনো সিনেমার হিরো! অনুপম খেরের (Anupam Kher) জীবনকাহিনী হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও।
সম্প্রতি ‘দ্য কাশ্মীর ফাইলস’ দুশো কোটি ক্লাব ছুঁয়েছে, আর ছবির এহেন দারুণ সাফল্যের আনন্দেই অনুপম নিজের ব্যক্তিগত স্ট্রাগল নিয়ে মুখ খুলেছিলেন। কাশ্মীর থেকে গোটা পরিবার-সহ উৎখাত হওয়ার পর কীভাবে মুম্বই নগরীর সফল অভিনেতা হয়ে উঠলেন তিনি? নেপথ্যের গল্পই শেয়ার করেছেন অনুপম খের।
জীবনের প্রথম সফল ছবি ‘সারাংশ’ থেকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ অবধি অনুপম খেরের যাত্রাটা নেহাত সোজা ছিল না। অভিনেতা জানালেন, “একসময়ে বিট্টু নামে এক কাশ্মীরি পণ্ডিতের ছেলে ছিল। তার বাবা একেবারে ছাপোষা এক কেরানি ছিলেন। যাঁর নাম ছিল পুষ্কর নাথ। সেই বিট্টুকেই জীবনে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আজ সে একজন অভিনেতা, যাঁর নাম অনুপম খের। বিগত ৩৮ বছর ধরে সে পরিশ্রম করে চলেছে। এবং ইতিমধ্যেই ৫২২টি সিনেমা করে ফেলেছে। তারপর কাশ্মীর হিন্দুদের ওপর হওয়া অত্যাচার, গণহত্যা নিয়ে একটা ছবির প্রস্তাব এল তার কাছে- ‘দ্য কাশ্মীর ফাইলস’। তাকে মূল চরিত্রে কাস্ট করা হল। নিজের জান-প্রাণ সর্বস্ব সে ঢেলে দিয়েছে ওই ছবিতে।”
২৩০০ টাকায়ও মিলছে না টিকেট ; সেই সঙ্গে সিনেমা মুক্তির প্রথমদিনেই বড় দুঃসংবাদ
এখানেই অবশ্য থামেননি। সিনেমায় কেন তাঁর চরিত্রের নাম পুস্করনাথ রাখা হয়েছিল? সেকথাও জানালেন অনুপম খের (Anupam Kher)। বললেন, “বাবার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতেই ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে আমার চরিত্রের নাম ‘পুস্কর নাথ’ রাখলাম। আজ বিট্টু নামে সেই ছেলেটার সিনেমা দারুণভাবে সাফল্য অর্জন করেছে। এক কেরানির ছেলে থেকে ২০০ কোটি টাকার ব্যবসা করা সিনেমার সদস্য, তাও আবার ৬৭ বছর বয়সে, এটাই তো স্বপ্নপূরণ। একেই তো বলে জীবনে সব কিছু সম্ভব। জয় হো। অসংখ্য ধন্যবাদ আপনাদের।”
View this post on Instagram
প্রসঙ্গত, রিলিজ করার পরই শোরগোল ফেলে দিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। বিতর্ক-সমালোচনা পেরিয়ে বক্স অফিস ব্যবসায় এখনও দৌড়চ্ছে। রিপোর্ট বলছে, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মোট আয় এবার ২০০ কোটির ক্লাব ছুঁয়েছে। সিনে বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ খোদ বিবেক আগ্নিহোত্রী পরিচালিত এই ছবির সাফল্যকে ‘সুনামি’ বলে আখ্যা দিয়েছেন। দেশে-বিদেশে এই সিনেমা দেখে চোখে জল নিয়ে প্রেক্ষাগৃহ থেকে বেরচ্ছেন দর্শকরা। তবে রাজনৈতিক শিবিরেও এই ছবি নিয়ে সমালোচনার অন্ত নেই। বিরোধী দলগুলোর কথায়, ‘দ্য কাশ্মীর ফাইলস’কে পুরোপুরি প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে গেরুয়া শিবির।
পেশিভর বাড়াতে চান?, মেনে চলুন অভিনেতা জুনিয়ার এনটিআরের ডায়েট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।