ঢাকার কেরানীগঞ্জে কৃষিজমির আড়ালে দীর্ঘদিন ধরে পরিচালিত একটি বাংলা মদের কারখানা পুলিশ জব্দ করেছে। পরে স্থানীয়দের সহায়তায় ড্রামভর্তি মদ ধ্বংস করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রোহিতপুর বিসিক শিল্পনগরীর পাশে পোড়াহাটি গ্রামে এই অভিযান চালানো হয়। স্থানীয় যুবকরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করলে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
ওসি মমিনুল হক ডাবলু জানান, এলাকার মাদক ব্যবসায়ী কামাল হোসেন দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে বাংলা মদ তৈরি করে আসছিলেন। অবৈধ আয়ের ধন দিয়ে তিনি একটি আলিশান ভবনও নির্মাণ করেছেন। স্থানীয়দের অভিযোগ, কামাল ও তার সহযোগীরা নতুন সোনাকান্দা পুলিশ ফাঁড়ির কর্মকর্তাদের ম্যানেজ করে আখের রস, গাজর, পচা ভাত ও বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে মদ উৎপাদন করতেন। ধানক্ষেতের মধ্যে একাধিক ড্রামে আগুন জ্বালিয়ে চুলায় মদ বানানো হতো।
স্থানীয় যুবকরা জানান, প্রায় ৮–১০ বছর ধরে এই ব্যবসা চলার ফলে কেরানীগঞ্জের অনেক তরুণ মাদকাসক্ত হয়ে পড়েছে। তারা কামালসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেছেন।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “কেরানীগঞ্জে কোথাও কোনো মদের কারখানা চলতে দেওয়া হবে না। কেউ তথ্য পেলে আমাদের জানাবে, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।”
এ ঘটনায় বিকেলে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পদ্মা সেতু জাজিরা প্রান্তে বাস-বে, ফুটওভার ব্রিজ নির্মাণে ২৭ কোটি টাকার চুক্তি স্বাক্ষর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।