ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ‘উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা’য় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর মুগদা ও বাগেরহাটে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা দাঁড়াল ছয়জনে, যার মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ।
নতুন করে গ্রেপ্তারকৃতরা হলেন—শাহিন ওরফে ডিবা সুলতান (৩২), মো. আমিনুর (৫০) ও মো. শাফিয়ার রহমান ফকির (৩৬)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ’ (জেএমজেবি)-এর সমর্থক।
গ্রেপ্তার হওয়া ছয় আসামিকে গতকাল আদালতে হাজির করা হলে আদালত তিন পুরুষ আসামিকে সাত দিন এবং তিন নারী আসামিকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার প্রধান আসামি ও মাদ্রাসার পরিচালক আল-আমিন শেখ এখনো পলাতক রয়েছেন।
তদন্তকারী কর্মকর্তাদের ভাষ্যমতে, গত শুক্রবার সকালে ওই মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যাতে ভবনটির দেয়াল উড়ে যায়। পুলিশ রিমান্ড আবেদনে উল্লেখ করেছে, প্রধান আসামি আল-আমিন ঘটনার আগের রাতে সারা রাত জেগে বোমা তৈরি করেছিলেন। উদ্ধারকৃত বিস্ফোরক ব্যবহার করে ঢাকাসহ বিভিন্ন স্থানে বড় ধরনের হামলা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর পরিকল্পনা ছিল তাদের। গ্রেপ্তার শাহিন ও আসমানী খাতুন আগেও জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে কারাবরণ করেছিলেন।
ঘটনাস্থল থেকে ককটেলসদৃশ বস্তু, বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে কোনো বড় ধরনের ষড়যন্ত্র করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


