Advertisement
জুমবাংলা ডেস্ক : ছাত্র রাজনীতি ও শিক্ষকদের বেপরোয়া মনোভাব নিয়ে সাংবাদিকের করা এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে ছাত্র কে ভিসি সেটাই তো বুঝা মুশকিল। আজ বুধবার (০৯ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কোনো একটা ঘটনা ঘটলেই ছাত্ররা একটা কাগজ ধরিয়ে দেই, আল্টিমেটাম দেই, এসব দেখে কে ছাত্র কে ভিসি আমি তো কিছুই বুঝতে পারি না।
সাম্প্রতিক ভারত ও যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে দেশবাসীকে জানাতে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২২ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক সফর করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে ৩ থেকে ৬ অক্টোবর দিল্লি সফর করেন শেখ হাসিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।