স্পোর্টস ডেস্ক : সময়টা ভালো যাচ্ছিল না মুশফিকুর রহিমের। দীর্ঘ বিরতির পর এশিয়া কাপ দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ফিরে তেমন সুবিধা করতে পারেননি। যার জন্য সমালোচনার মুখে পড়তে হয় তাকে। তবে সব সমালোচনা থামিয়ে গেল ৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দেন ৩৫ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
এদিকে, মুশফিকের অবসরের আগে থেকেই তার বিকল্প হিসেবে বেশ কয়েকবার উঠে এসেছিল নুরুল হাসান সোহানের নাম। নির্বাচক হাবিবুল বাশার সুমনও উইকেটকিপার মুশফিকের বদলি হিসেবে উইকেটকিপার ব্যাটার সোহানকে এগিয়ে রাখলেন।
শনিবার (১০ সেপ্টেম্বর) মিরপুরে সংবাদমাধ্যমকে বাশার বলেন, মুশফিকের বিদায়ে বড় গ্যাপ তৈরি হয়েছে। তার অভাব পূরণ অতটা সহজ হবে না। কারণ বিগত বছরগুলোতে মুশফিক বাংলাদেশ দলে অনেক অবদান রেখে এসেছে। মুশফিক টি-টোয়েন্টি থেকে সরে গেছে, সোহান ফিরে এসেছে। সোহান সম্ভবত মুশফিকের জায়গা নেবে।
এদিকে, ইনজুরির কারণে এশিয়া কাপ মিস করলেও এখন মাঠে ফেরার অপেক্ষায় আছেন সোহান। গেল জিম্বাবুয়ে সিরিজে উইকেট কিপিংয়ের সময় আঙ্গুলে চোট পান সোহান। ছিটকে যান সিরিজ থেকে। গুরুতর সেই চোটের কারণে আঙ্গুলে অস্ত্রপচারের প্রায় এক মাস ধরে মাঠের বাইরে। সেই সিরিজে দুটি ম্যাচে দলের নেতৃত্বেও ছিলেন সোহান।
৩৫ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৪.৯ গড়ে ৩১৩ রান করেছেন সোহান। স্ট্রাইকরেট ১১৬.৭৯। অন্যদিকে, প্রায় ১৬ বছরের ক্যারিয়ারে ১১৫ স্ট্রাইক রেটে ১০২ ম্যাচ খেলে মাত্র ১৯ দশমিক ৪৮ গড়ে টি-টোয়েন্টিতে দেড় হাজার রান করেছেন মুশফিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।