জুমবাংলা ডেস্ক : মরগান আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান। দলটিতে এর আগে তিনি ২০১৬ সালের আসরে নাম লেখিয়েছিলেন।

Advertisement
এবারের আসরে ঢাকার জার্সিতেই দেখা যাবে তাকে। ২০১৬ সাল থেকেই ঢাকার অধিনায়ক হিসেবে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার যেহেতু বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়ক ঢাকা ডায়নামাইটসে খেলবেন সেহেতু অধিনায়কত্বে কি পরিবর্তন আসবে?
ভক্ত-সমর্থকদের মনে এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে এখনো এই নিয়ে কোনো সিদ্ধান্তে পোঁছেনি ঢাকা ডায়নামাইটস। তবে এই ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত আসবে বলেই জানিয়েছেন ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখনো এই বিষয়টি নিয়ে কোনো চিন্তা-ভাবনা করিনি। সাকিব পরীক্ষিত, কিন্তু মরগান বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আমরা খুব দ্রুতই এই ব্যাপারে সিদ্ধান্ত নিব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।