স্পোর্টস ডেস্ক: প্রায় ২০ বছরের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ক্যামেরন হোয়াইট।
শুক্রবার (২১ আগস্ট) ক্রিকেট অস্ট্রেলিয়াকে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান হোয়াইট। কোচিংয়ে মনোযোগ দিতেই নাকি তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন। এ কথা জানিয়েছেন হোয়াইট নিজেই।
হোয়াইট বলেন, আমার মনে হয়েছে বিদায় নেয়ার এখনই সময়। সামনে কোচিংয়ে মন দিতে চাই।
অবসর নিলেও মেলবোর্নের হয়ে প্রিমিয়ার ক্রিকেট খেলা চালিয়ে যাবেন তিনি।
২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে হোয়াইটের। অস্ট্রেলিয়াকে একটি ওয়ানডে ও ছয়টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
২০১৮ সালে দেশের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছেন হোয়াইট। ওয়ানডেতে ৯১ ম্যাচে দুই সেঞ্চুরি আর ১১ ফিফটিতে ২০৭২ রান রয়েছে তার। ৪৭ টি-টোয়েন্টিতে ৩২.৮০ গড়ে ৯৮৪ রান করেন হোয়াইট। আর ক্যারিয়ারে মাত্র ৪টি টেস্ট খেলে হোয়াইটের সংগ্রহ ১৪৬।
বল হাতে যথাক্রমে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টিতে তিনি উইকেট নিয়েছেন ১২, ৫ ও ১টি।
অ্যাডিলেড স্ট্রাইকারের হয়ে গত বিগব্যাশে খেলার পর ডানহাতি এ ব্যাটসম্যানকে আর মাঠে দেখা যায়নি।
তথ্যসূত্র: ফার্সপোস্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।