স্পোর্টস ডেস্ক : চলতি বঙ্গবন্ধু বিপিএলে সিলেট থান্ডার্সের কোচ হিসেবে এসেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক মহাতারকা হার্শেল গিবস। কোচিং করাতে এসে মহাবিপদে পড়েছেন এই সাবেক ওপেনার। কারণ তার ইংরেজি নাকি কোনো ক্রিকেটার বুঝতে পারছেন না! গতকাল ঢাকা পর্ব শেষে আজ দলগুলো সিলেটে যাচ্ছে। আগামীকাল ২ জানুয়ারি থেকে শুরু হবে তিন দিনের সিলেট পর্ব। আজ সিলেট জেলা স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে সাংবাদিকদের নিজের দুঃখের কথা বললেন গিবস।
ভাষার সমস্যা নিয়ে হাসতে হাসতেই গিবস বলেন, ‘ভাষার দূরত্ব তো আছেই। আপনাদের সঙ্গে যেভাবে কথা বলেছি, আপনারা সব বুঝতে পারছেন, ওদের সঙ্গেও এভাবে বুঝিয়ে বলতে পারলে ভালো লাগত। আমি অবশ্যই চাইব, আমি যখন কথা বলছি, আমার প্রতিটি শব্দ তারা যেন বুঝতে পারে। কিন্তু সেটি তো হচ্ছে না! এটা খুবই হতাশার।’
গিবসের স্বদেশী নেই ম্যাকেঞ্জি দুই বছর ধরে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। ম্যাকেঞ্জির ভাষা ক্রিকেটাররা কীভাবে বোঝে সেটা নিয়েও রসিকতা করলেন গিবস, ‘আমি ঠিক নিশ্চিত নই, ম্যাকেঞ্জি যখন কথা বলে, ওরা কতজন ঠিকভাবে বুঝতে পারে। আমি তো তার মতোই দক্ষিণ আফ্রিকান, আমি ঠিক জানি না, সে যা বলতে চায়, তার সবটুকু ওদের কাছে বুঝিয়ে দিতে পারে কিনা। আমি জানি সে দারুণ ব্যাটিং কোচ, ওর কথা মতো কাজ করলে ছেলেরা অনেক শিখতে পারবে। কিন্তু আমি জানি না, ওর কথা ছেলেরা কতটা ধরতে পারছে।’