অর্থনীতি ডেস্ক : দেশের দুই শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও রবি থেকে বিটিআরসির পাওনা নিয়ে বিরোধের সুরাহা কোর্টের মাধ্যমে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। ১৯ তম অর্থনৈতিক বিষয় সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘গ্রামীণফোন ও রবির সঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ও বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে কয়েক দফা বসা হয়েছিল। শুরুতে তাদের বলা হয়েছিল তোমাদের হিসাবে তো কিছু টাকা পাই, সেটা পেমেন্ট কর। সেই টাকা না দেওয়াতে আলোচনা এগিয়ে যায়নি। এর আগেই কোর্ট কেইস হয়ে গেছে। কোনো মামলা হয়ে গেলে এসবের বিষয়ে আমরাও নিষ্পত্তি করতে বা সুরাহা করতে পারব না, কোর্টের মাধ্যমে সুরাহা করতে হবে।’
তিনি বলেন, ‘সার্বিক বিবেচনায় আমরা ভাবলাম, সময় তাদের দিয়েছিলাম এবং তারা চুক্তিও করল আমাদের সঙ্গে। তারা কমপ্লায়েন্সে নিতে পারেনি, তাদের আবার বোর্ড মিটিং করতে হবে সেজন্য হয়নি। আশা করি, কিছু না কিছু হবেই ডেফিনেটলি। বিষয়টি কোর্টে আছে সেজন্য এ বিষয়ে আর কথা বলতে চাই না। কোর্ট থেকে যেটা হবে সেটা তাদেরও মানতে হবে, আমাদেরও মানতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।